সাবির আহমেদ, ঢোলাহাট, আপনজন: দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাটে বিভিন্ন মুসলিম সংগঠনের উদ্যোগে শুক্রবার দুপুর ২ টো থেকে ফিলিস্তিনের পক্ষে ও ইসরাইলের বিরুদ্ধে এক প্রতিবাদ সভা আহ্বান করা হয়।সভাতে এলাকার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।বিভিন্ন সংগঠনের অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন মাওলানা আবুল বাসার কাসেমী, মুফতি মোস্তাক আহমেদ,মাওলানা সাঈদ আহমাদ, মাওলানা সাইফুদ্দিন,মাওলানা নুরুল্লাহ, মাওলানা জাইদুল ইসলাম প্রমুখ। বক্তারা তাঁদের বক্তব্যে ইসরাইলের বিরুদ্ধে তীব্র সুর চড়ান। সেই সাথেই ইসরাইলের ফিলিস্তিনের ভূমিতে অবৈধ দখলদারির ইতিহাস তুলে ধরেন। সকল প্রকার ইসরাইলের পন্য ব্যবহার বয়কট করার জন্য উপস্থিত জনগণকে সচেতন করেন। বর্জন করতে হবে এমন সব ইসরাইলের পন্যের ছবিসহ লিফলেট বিতরণ করেন। বিকল্প হিসেবে দেশীয় পণ্য ব্যবহারে উৎসাহিত করা হয়। পরিশেষে ফিলিস্তিনের মানুষদের জন্য দোয়ার মাধ্যমে সভার সমাপ্তি হয়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct