জয়প্রকাশ কুইরি, পুরুলিয়া, আপনজন: স্বাস্থ্য পরিষেবাকে কিভাবে আরও এগিয়ে নিয়ে যাওয়া তা নিয়ে যখন রাজ্য সরকার নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে।ঠিক তখনই পুরুলিয়ার বাঘমুন্ডি ব্লকের কড়েং প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে শুক্রবার সাত সকালেই ওই স্বাস্থ্য কেন্দ্রের প্রাক্তন কর্মচারী সরকারি ওষুধ পাচার করতে গিয়ে হাতে নাতে ধরা পড়লেন এলাকাবাসীদের কাছে।ঘটনার খবর জানাজানি হতেই ঘটনাস্থলে পৌঁছায় বাঘমুন্ডি থানার পুলিশ। যদিও পরে ঘটনা স্বাভাবিক হয়। এবিষয়ে কড়েং গ্রামের বাসিন্দা বিজয় মণ্ডল, রামচাঁদ মাহাতো,রমানাথ মাহাতো,বিষ্ণু মাহাতো সহ তৃণমুল কংগ্রেসের ব্লক কমিটির সদস্য রাজু অমৃত প্রমুখরা জানান ,দীর্ঘ দিন ধরে এই স্বাস্থ্য কেন্দ্রের ওষুধ পাচার হচ্ছে কিন্তু কেউ কোন ভাবে ধরতে পারে নি এতদিন। তবে এদিন গ্রামের বেশ কয়েকজন পাহারা দিয়ে আজকে ওই স্বাস্থ্য কেন্দ্রের প্রাক্তন কর্মচারীকে হাতেনাতে ধরে ফেলেন এবং সঙ্গে সঙ্গে বাঘমুন্ডি থানায় খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে উত্তেজনা স্বাভাবিক হয়। এলাকাবাসীদের দাবি এই প্রত্যন্ত এলাকায় একটি মাত্র স্বাস্থ্য কেন্দ্র কিন্তু এইভাবে ওষুধ পাচার হওয়ার কারণে এলাকার সাধারণ মানুষ ওষুধি পরিষেবা পাচ্ছেন না। ফলে যেকোন ধরণের ওষুধ বেসরকারি ওষুধ দোকানে কিনতে হচ্ছে। যার জেরে প্রচন্ড সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষকে। বিষয়টি নিয়ে স্বাস্থ্য কেন্দ্রের ড: শুভাশিস বক্সি জানান, আমি ছুটিতে আছি,বিষয়টি আমার জানা নেই। আমি খোঁজ নিয়ে দেখছি। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকা জুড়ে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct