আপনজন ডেস্ক: স্মার্টফোন, ল্যাপটপ বা ডেস্কটপে আমরা হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকি। এবার চাইলে স্মার্টওয়াচেও হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন। যদিও এই মুহূর্তের সব অ্যানড্রয়েড স্মার্টওয়াচে এখনো এই ফিচারটি উন্মুক্ত করা হয়নি। আপনার কাছে যদি স্যামসাং গ্যালাক্সি স্মার্টওয়াচ থাকে, তাহলে এখনই হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন। অর্থাৎ যেসব স্মার্টওয়াচ ‘Wear OS’ প্ল্যাটফর্মে চলে, সেগুলোতে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যায়।
হোয়াটসঅ্যাপ নির্দিষ্ট কিছু ফিচার স্মার্টওয়াচে ব্যবহার করা যাবে। সেগুলো দেখে নিন –
১. স্মার্টওয়াচ থেকেই আপনি হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজিং করতে পারবেন।
২. যেসব স্মার্টওয়াচে সেলুলার কানেক্টিভিটি রয়েছে, সেখানে স্বয়ংক্রিয়ভাবে হোয়াটসঅ্যাপ অপারেট করা যেতে পারে। স্মার্টফোন অফলাইনে থাকলে বা টার্ন অফ করা থাকলেও আপনি মেসেজ পাবেন, পাঠাতেও পারবেন।
৩. স্মার্টওয়াচে টাইপ করাটা অনেকের ক্ষেত্রে সমস্যার হতে পারে। তাই ‘Okay’, ‘Fine’ এবং ‘Thanks’-এর মতো কিছু প্রিসেট রিপ্লাইও থাকছে।
৪. স্মার্টওয়াচের হোয়াটসঅ্যাপ অ্যাপ থেকে ব্যবহারকারীরা টেক্সট মেসেজ পেতে পারেন এবং তা পাঠাতেও পারেন।
৫. হোয়াটসঅ্যাপের চ্যাটের মধ্যে ইমেজ প্রিভিউ দেখা যায়। শুধু তাই নয়, নোটিফিকেশন থেকেও আপনি ইমেজ প্রিভিউ দেখতে পাবেন।
৬. নির্দিষ্ট কিছু চ্যাট বা গ্রুপ চ্যাটের নোটিফিকেশন কন্ট্রোল করা যাবে।
৭. সম্প্রতি ইমোজি রিঅ্যাকশন ফিচারটিও এসে গেছে। মোবাইলের মতোই আপনি স্মার্টওয়াচ থেকে নিজের পছন্দসই ইমোজিও পাঠাতে পারবেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct