মোল্লা মুয়াজ ইসলাম, বর্ধমান, আপনজন: পূর্ব বর্ধমানের সেহারাবাজারে হতে চলেছে বিশাল বড় ইজতেমা।যার চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়ে গেছে সেহারাবাজার রহমানিয়া আল আমিন মিশন সংলগ্ন ক্যাম্পাসে । ইজতেমাটি হবে২৯,৩০,৩১ ডিসেম্বর । পূর্ব বর্ধমান জেলার উমুমি এস্তেমা নামে পরিচিত। এর মানে সাধারণ মানুষের জন সমাবেশ। ৩০ থেকে ৫০ হাজার লোক প্রতিদিন অবস্থান করবেন । শেষ দিন কয়েক লক্ষ লোকের সমাগম হবে। খণ্ডঘোষের কেশবপুর হালকার দায়িত্বে এই ইজতেমা পরিচালিত হবে । জোর কদমে চলছে প্যান্ডেলের কাজ ।পশ্চিম বঙ্গের সবচেয়ে বড় প্যান্ডেল ব্যবসায়ী সংস্থার তত্ত্বাবধানে কাজ শুরু হয়েছে। মাইক ব্যবসায়ী শ্রুতি এর ব্যবস্থাপনায় থাকছে । মূল ব্যবস্থাপনায় থাকছেন সেহারাবাজার রহমানিয়া ওয়েলফেয়ার ট্রাস্টের সম্পাদক হাজী কুতুব উদ্দিন। তিনি বলেন এই ইজতেমার উদ্দেশ্য হচ্ছে মৃত্যুর পর যে জীবন আছে সেই জীবনকে সুখময় করতে হবে । কুতুব উদ্দিন সাহেব আরো বলেন এখান থেকে এমন শিক্ষা দেয়া হবে আমাদের ব্যক্তিগত জীবন ,আমাদের পারিবারিক জীবন ,আমাদের লেনদেনের জীবন , আমাদের রাষ্ট্রীয় জীবন এবং অন্যান্য ধর্মের মানুষের সঙ্গে কিভাবে সহ অবস্থান করে জীবন জীবিকা নির্বাহ করা যাবে তার বার্তা দেওয়া হবে । আমরা ঈমানদারির সঙ্গে এই দুনিয়াতে কিভাবে ভাল থাকব সেই সম্বন্ধে বিশদ আলো- আলোচনা করা হবে। দিল্লির নিজাম উদ্দিন মারকাজের মুরব্বীরা এই এস্তেমায় অংশগ্রহণ করতে পারেন। বিশ্ব আমির তথা দিল্লির নিজামুদ্দিনের মাওলানা সাদ সাহেবের তত্ত্বাবধানে সারা বিশ্বব্যাপী দিনের খিদমতের জন্য যে তবলিগের কাজ চলছে সেই কাজকে আরো ভালো ভাবে করার জন্য এই জনসমাবেশ । বিশাল এই কর্মযজ্ঞে বহু মানুষ হাত বাড়িয়ে দিচ্ছেন। স্থানীয় প্রশাসন ,পঞ্চায়েত সমিতি ও ব্লক নেতৃত্ব তারাও বিভিন্নভাবে সাহায্য এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন। পূর্ব বর্ধমানের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ এতে অংশগ্রহণ করবেন তারই চূড়ান্ত প্রস্তুতি চলছে সেহারাবাজারে। সেহারাবাজার রহমানিয়া আল আমিন মিশন সংলগ্ন এলাকায় ক্যান্টিন থেকে শুরু করে অন্যান্য কাজ শুরু হয়ে গেছে। রানাঘাটের প্যান্ডেল প্রস্তুতকারী সংস্থা প্যান্ডেল তৈরির উদ্দেশ্যে দিনরাত কাজ শুরু করে দিয়েছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct