সারিউল ইসলাম, মুর্শিদাবাদ, আপনজন: তিন বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করল রানিতলা থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ বৃহস্পতিবার সন্ধ্যায় কামারপাড়া এলাকায় পৌঁছায় এবং সেখানে তিনজন সন্দেহভাজন যুবককে আটক করে। তাদের তল্লাশি করতেই তাদের পকেটে থাকা ফোনে বাংলাদেশী সিম কার্ড পাওয়া যায়। গ্রেপ্তার করা হয় ওই তিন যুবককে। ধৃতদের নাম মোঃ মেরাজ হোসেন (১৮), শেখ জামিম (১৯), নুর আলম (২০), তাদের প্রত্যেকের বাড়ি বাংলাদেশের রাজশাহী জেলার আষিড়াদহ চর টেকপাড়ায়। খড়িবোনা ঘাট পেরিয়ে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করেছিল তারা। ধৃতদের কাছে কোন বৈধ কাগজপত্র ছিল না, তাই তাদের বৃহস্পতিবার সন্ধ্যাতেই রানিতলা থানার পুলিশ গ্রেফতার করে। শুক্রবার ধৃত তিন যুবককে লালবাগ মহকুমা আদালতে তোলা হলে পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়। কি কারনে তারা ভারতে অনুপ্রবেশ করেছিল সে বিষয়ে এখনো স্পষ্ট কিছু জানা যায়নি। ধৃতদের পুলিশি হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে রানীতলা থানার পুলিশ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct