আপনজন ডেস্ক: উত্তর কোরিয়া মহাকাশে সফলভাবে একটি গোয়েন্দা উপগ্রহ উেক্ষপণের দাবি করেছে। যার কারণে নিজেদের নিরাপত্তা সংকটে পড়েছে অভিযোগ তুলে দক্ষিণ কোরিয়া দুই দেশের মধ্যে ২০১৮ সালে হওয়া কমপ্রিহেনসিভ মিলিটারি অ্যাগ্রিমেন্টের (সিএমএ) একটি অংশ স্থগিত করেছে। বুধবার দক্ষিণের নেওয়া এই সিদ্ধান্ত ভালোভাবে নেয়নি উত্তর কোরিয়া। পরদিনই তারা দক্ষিণ কোরিয়া সীমান্তে সেনা মোতায়েন জোরদার করার এবং নতুন নতুন অস্ত্র মোতায়েন করার হুঙ্কার ছাড়ে। উত্তর কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রায়াত্ত সংবাদ সংস্থা কেসিএন জানায়, তারা দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তির অধীনে বন্ধ রাখা সব ধরনের সামরিক পদক্ষেপ পুনরায় চালু করবে। বিবৃতিতে বলা হয়, এখন থেকে আমাদের সামরিক বাহিনী আর কখনো ‘সেপ্টেম্বর ১৯ উত্তর-দক্ষিণ সামরিক চুক্তির’ প্রতি দায়বদ্ধ থাকবে না। দুই দেশের সীমান্তে একতরফা কোনো সংঘাতের ঝুঁকি কমাতে ঐ চুক্তি হয়েছিল। বিবৃতিতে আরো বলা হয়, আমরা স্থল, সমুদ্র ও আকাশসহ সকল ক্ষেত্রে সামরিক উত্তেজনা ও সংঘাত প্রতিরোধের জন্য গৃহীত সামরিক পদক্ষেপ প্রত্যাহার করব এবং সামরিক সীমানা রেখা বরাবর এই অঞ্চলে আরো শক্তিশালী সশস্ত্র বাহিনী এবং নতুন ধরনের সামরিক অস্ত্র মোতায়েন করব।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct