আপনজন ডেস্ক: কিছুদিন আগেই গোয়ালিয়র ক্রিকেট লিগে দুরন্ত অলরাউন্ডার প্রদর্শন করার পর এবার মধ্যপ্রদেশের রাজধানী ভূপালে এসকে প্রিমিয়ার লিগ ২০২৩ সিজন ৩ শুরু হতে চলেছে সেখানে উত্তর ২৪ পরগনার দেগঙ্গার ক্রিকেট প্লেয়ার গাজী সুজাউদ্দিন কে এসকে রেনেগাডস্ টিমের অধিনায়ক হিসেবে খেলতে দেখা যাবে , এই লিগ ম্যাচ অনেকটা ছোট আইপিএল এর মতোই হবে। এই লিগ ম্যাচ এ বছরেই ডিসেম্বর মাসের সেসে দিকে চালু হতে চলেছে, এটা গাজী সুজাউদ্দিন এবং উত্তর ২৪ পরগনার দেগঙ্গার এলাকার মানুষের জন্য খুশির খবর। অধিনায়ক হিসেবে এই লিগ ম্যাচে খেলার কারণ গাজী সুজাউদ্দিন এসকে ক্রিকেট ক্লাবে এর আগেও ক্রিকেট খেলেছেন তিনি, অলরাউন্ডার প্লেয়ার হিসেবে এই ক্লাবে ১৯ টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৪৮৮ রান করেন এবং বোলিং করে ৩১ টি উইকেট নিয়েছেন তিনি। এছাড়াও ১৫ বছর ক্রিকেট ক্যারিয়ারে ভারতের আঠারোটা বিভিন্ন রাজ্যে তিনি প্রদর্শন করে ১৮৭ টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৫,৬৮২ রান করেন, এতে ৩১ টি অর্ধশতরান সামিল আছে, এখনো পর্যন্ত টি-টোয়েন্টিতে সর্বাধিক স্কোর ৫৬ বলে ৮৬* রান এবং দুরন্ত বোলিং করে ২৭২ একটি উইকেট নিয়েছেন ইতিমধ্যে তিনি এবং এক ইনিংসে সর্বাধিক ১৭ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন তিনি। এবং ওয়ানডে ক্রিকেটে ক্যারিয়ারে সাতটি ম্যাচ খেলে ১৪২ রান করেন এবং ৯ উইকেট নিয়েছেন তিনি। এছাড়া গুজরাট ব্যালিয়েন্ট ক্রিকেট ক্লাবের হয়ে চার বছর ২০১৩-১৪-১৬ এবং ২০১৭ তে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছেন নেপালের পোখরা ক্রিকেট ক্লাবের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলেছেন সেখানেও তিনি দুরন্ত অলরাউন্ডার প্লেয়ার হিসেবে খুব ভালো পারফরম্যান্স করেছেন নেপালে তিনি গুজরাত ব্যালিয়েন্ট ক্লাবের হয়ে ১৬ টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৩০৫ রান করেন এবং ২৫ টি উইকেটও নিয়েছেন তিনি। উত্তর ২৪ পরগনার গাজী সুজাউদ্দিন এক মধ্যবিত্ত কৃষক পরিবারের ছেলে হয়েও খেলার প্রতি তার এত কঠোর পরিশ্রম করে এগিয়ে চলেছেন তিনি এবং এই এসকে ক্রিকেট লিগ ম্যাচে অধিনায়ক হিসেবে খেলার সুযোগ পাওয়ায় গাজী সুজাউদ্দিন খুব খুশি এবং এই লিগ ম্যাচেও ভালো সফলতা অর্জন করবেন বলে আশা করছেন তিনি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct