আপনজন ডেস্ক: আনহেল দি মারিয়া এবার আনুষ্ঠানিকভাবে বিদায়ের মঞ্চ জানিয়ে দিলেন। আর্জেন্টাইন এই উইঙ্গার আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ খেলবেন ২০২৪ কোপা আমেরিকায়। ইনস্টাগ্রাম পোস্টে নিজের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন ফুটবলার। সবশেষ কাতার বিশ্বকাপ শেষেই জাতীয় দল থেকে অবসর নেওয়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন। তবে কাতার বিশ্বকাপ জয় আর্জেন্টাইনদের অনেক কিছুই বদলে দিয়েছে। তেমনি বদলে দিয়েছিল দি মারিয়ার সিদ্ধান্তও। আর্জেন্টাইন এই উইঙ্গার বিশ্বকাপ শেষে বলেছিলেন, আর্জেন্টিনার তিন তারকাখচিত জার্সিতে আরও কিছুদিন খেলতে চান। তবে সে যাত্রার ইতি টানছেন আগামী কোপা আমেরিকায়।ইনস্টাগ্রামে বিদায় নিয়ে দি মারিয়া বলেন, ‘কোপা আমেরিকা হবে আর্জেন্টিনার জার্সিতে আমার শেষ টুর্নামেন্ট। হৃদয়ের গভীরের কষ্ট ও বিষাদ কণ্ঠে আমি আমার জীবনের সবচেয়ে সুন্দর জিনিসটাকে বিদায় জানাব। যে জার্সি আমি পরেছিলাম, যেটির জন্য ঘাম ঝরিয়েছিলাম এবং গর্বের সঙ্গে আমি যেটি অনুভব করি। সমর্থক, পরিবার ও সতীর্থদের ধন্যবাদ। আমরা ইতিহাস লিখতে থাকব, যা থাকবে অনন্তকাল।’
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct