আপনজন ডেস্ক: প্যারোলে মুক্তি পাচ্ছেন প্রেমিকাকে খুনের দায়ে দণ্ডপ্রাপ্ত দক্ষিণ আফ্রিকার সাবেক প্যারা অলিম্পিক চ্যাম্পিয়ন অস্কার পিস্টোরিয়াস। ২০১৪ সালে প্রেমিকা রিভা স্টিনক্যাম্পকে খুনের দায়ে কারাদণ্ড দেওয়া হয়েছিল তাঁকে। আগামী ৫ জানুয়ারি প্যারোলে মুক্তি পেতে যাচ্ছেন পিস্টোরিয়াস, আজ এই খবর জানিয়েছে দক্ষিণ আফ্রিকার কারেকশনাল সার্ভিসেস (ডিএসসি)।ডিএসসির একজন মুখপাত্র বলেছেন, ‘ডিএসসি নিশ্চিত করছে যে জনাব অস্কার লিওনার্দ কার্ল পিস্টোরিয়াসের প্যারোল আবেদনের কথা, যেটি ২০২৪ সালের ৫ জানুয়ারি থেকে কার্যকর হবে। পিস্টোরিয়াস তাঁর সাজার বাকি অংশ সংশোধনী বিভাগের অধীন শেষ করবেন।’
কার্বন-ফাইবারের তৈরি কৃত্রিম পা দিয়ে দৌড়ানো ‘ব্লেড রানার’ নামে খ্যাত পিস্টোরিয়াসকে এক সময় ভাবা হতো ‘নায়ক’। এরপর খুনের অভিযোগে প্রায় এক দশক আগে আলোচনায় আসেন তিনি।২০১৩ সালের ভালোবাসা দিবসের ভোরে বাথরুমের দরজা দিয়ে চারবার গুলি করে প্রেমিকা স্টিনক্যাম্পকে খুন করেন পিস্টোরিয়াস। শুরুতে ২০১৪ সালে উচ্চ আদালতের এক রায়ে অনিচ্ছাকৃত হত্যার দায়ে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল তাঁকে। তবে আপিলের পরিপ্রেক্ষিতে ২০১৫ সালে সুপ্রিম কোর্ট তাঁকে জেনেবুঝে খুনের অপরাধে দোষী সাব্যস্ত করেন।২০১৬ সালে ছয় বছরের জন্য কারাগারে পাঠানো হয় তাঁকে, যদিও বাদীপক্ষ থেকে সর্বনিম্ন ১৫ বছরের শাস্তির আবেদন করা হয়েছিল। ২০১৭ সালে পিস্টোরিয়াসের শাস্তি বাড়িয়ে ১৩ বছর ৫ মাস করা হয়। সে সময় বলা হয়েছিল, পিস্টোয়ারিয়াসের শাস্তি ‘আশ্চর্যজনকভাবে কম’ হয়ে গেছে।স্টিনক্যাম্পের মা পিস্টোরিয়াসের প্যারোলের বিপক্ষে না হলেও বলেছেন, সাবেক এ অ্যাথলেট যথেষ্ট পরিমাণে অনুশোচনা প্রকাশ করেননি। প্যারোল বোর্ডকে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ‘পুনর্বাসনের জন্য কাউকে সৎ থেকে নিজের অপরাধের সত্যতা ও এর প্রভাব মেনে নিতে হয়। যদি সত্যিকে পুরো মেনেই না নেয়, তাহলে কেউ বলতে পারে না যে তার অনুশোচনা হচ্ছে।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct