আমীরুল ইসলাম, বোলপুর, আপনজন: শিশু শিক্ষা কেন্দ্র আছে কিন্তু শিশুরা নেই। নেই তাদের পড়াশোনা কারণ বর্তমানে শিশু শিক্ষা কেন্দ্র বন্ধ হয়ে রয়েছে। ঝুলছে গেটে তালা। এই শিশু শিক্ষা কেন্দ্রটি বোলপুরের শান্তিনিকেতন থানার অন্তর্গত তমশুল ডাঙ্গা আদিবাসী পাড়ায় তমশুল ডাঙ্গা শিশু শিক্ষা কেন্দ্রটি রয়েছে। এই তমশুল ডাঙ্গা শিশু শিক্ষা কেন্দ্রটি অনুষ্ঠিত হয়েছিল ২০১৩ সালে। এই শিশু শিক্ষা কেন্দ্রটি প্রায় দু বছর চলার পরেই বন্ধ হয়ে যায় শিশু শিক্ষা কেন্দ্রটি। কিন্তু প্রশাসনে নেই কোন নজর নেই কোন হেলদোল। তমসশুল ডাঙ্গার আদিবাসী মহিলা থেকে পুরুষরা শুরু করে সকলে মিলে বারবার প্রশাসনকে জানিয়েও কোন কাজ হয়নি কিন্তুু আদিবাসী পাড়ায় অভিযোগ, আমরা চাই এই শিশুশিক্ষা কেন্দ্রটি পুনরায় আবার খোলা হোক। তাহলে আমাদের পাড়ায় যে শিশুরা রয়েছে তারা হবে না পড়াশোনা থেকে বঞ্চিত। তনুশুল ডাঙ্গা মহিলা থেকে পুরুষরা শুরু করে আমাদের ক্যামেরা দেখতেই অভিযোগ শুরু করে যে প্রায় এই শিশু শিক্ষা কেন্দ্রটি বিগত সাত থেকে আট বছর হল বন্ধ হয়ে পড়ে আছে। প্রশাসনের খোলার কোন নাম গন্ধই নেই। তাই আপনাদের কাছে অনুরোধ, যদি এই শিশু শিক্ষা কেন্দ্রটি পুনরায় আবার চালু হয় তাহলে আমরা খুব খুশি হব। পরবর্তীকালে বিডিওর কাছে গেলে বিডিও সাহেব বলেন আমরা দেখছি বিষয়টা নজরে আনার চেষ্টা করছি। পাশাপাশি বলা যেতে পারে শিশুদের নুন্যতম অধিকার হল শিক্ষা। কিন্তু সেই শিশু শিক্ষা কেন্দ্রই বছরের পর বছর হয়ে পরে থাকায় এখন সমস্যায় পড়েছে শান্তিনিকেতন থানার অন্তর্গত তমশুল ডাঙার এলাকার আদিবাসী পড়ুয়ারা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct