আপনজন ডেস্ক: সম্প্রচারের দর্শকসংখ্যা এবং স্টেডিয়ামে বসে খেলা দেখায় এবারের বিশ্বকাপ রেকর্ড গড়েছে বলে জানিয়েছে আইসিসি এবং এর সম্প্রচার অংশীদার ডিজনি স্টার। আইসিসি জানিয়েছে, গত ৫ অক্টোবর শুরু হয়ে ১৯ নভেম্বর শেষ হওয়া বিশ্বকাপের মোট ৪৮ ম্যাচে স্টেডিয়ামে বসে ১২ লাখ ৫০ হাজার ৩০৭ দর্শক খেলা দেখেছেন। ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপ এ পথে ভেঙেছে ২০১৫ সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপে দর্শকসংখ্যার রেকর্ড। আট বছর আগের সে বিশ্বকাপে স্টেডিয়ামে বসে খেলা দেখেছেন ১০ লাখ ১৬ হাজার ৪২০ দর্শক। ইংল্যান্ডে অনুষ্ঠিত ২০১৯ বিশ্বকাপ তালিকায় তৃতীয়। সেবার স্টেডিয়ামে বসে খেলা দেখেছেন ৭ লাখ ৫২ হাজার দর্শক। ডিজনি স্টার জানিয়েছে, টিভিতে ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপ দেখেছেন ৫১ কোটি ৮০ লাখ দর্শক। ৪৮ ম্যাচের এই টুর্নামেন্টে ৪২ হাজার ২০০ কোটি মিনিট খেলা দেখেছেন দর্শকেরা। বিশ্বকাপ ইতিহাসে এটাই সর্বোচ্চ, জানিয়েছে ভারতের ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিল (বিএআরসি)। ভারত-অস্ট্রেলিয়ার ফাইনাল ম্যাচেও হয়েছে নতুন রেকর্ড। টিভিতে ভারত-অস্ট্রেলিয়া ফাইনাল দেখেছেন ৩০ কোটি দর্শক। যেখানে ফাইনাল ম্যাচের একটি মুহূর্তে একসঙ্গে টিভিতে চোখ রেখেছেন ১৩ কোটি দর্শক। ডিজনি স্টার জানিয়েছে, টিভিতে সম্প্রচারিত কোনো ক্রিকেট ম্যাচে এটাই সর্বোচ্চ দর্শকসংখ্যা। বিশ্বকাপ ফাইনাল ডিজিটাল প্ল্যাটফর্মেও দর্শকসংখ্যার নতুন রেকর্ড গড়েছে। ফাইনাল ম্যাচের একটি মুহূর্তে একসঙ্গে ৫ কোটি ৯০ লাখ দর্শক চোখ রেখেছেন বলে জানিয়েছে ডিজনিপ্লাস হটস্টার। তারা জানিয়েছে, সরাসরি সম্প্রচারিত কোনো ক্রীড়া ইভেন্টে এটাই সর্বোচ্চ দর্শকসংখ্যার রেকর্ড।এবারের বিশ্বকাপে শুরু থেকেই আলোচনায় ছিলেন দর্শকেরা। বিশেষ করে প্রথম ম্যাচে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড ম্যাচে আহমেদাবাদের গ্যালারিভর্তি না থাকায় অনেক কথা হয়েছে। যদিও ভারতীয়রা দাবি করেছিলেন, সেদিনও মাঠে ছিল ৪০ হাজারের মতো দর্শক। বিশ্বকাপ শেষে আইসিসি জানিয়েছিল, ভারত বিশ্বকাপ আইসিসি ইভেন্টে সর্বোচ্চ দর্শকসংখ্যার রেকর্ড গড়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct