নিজস্ব প্রতিবেদক, তমলুক, আপনজন: তমলুকের জেলা রিজিওনাল ম্যানেজার এরদপ্তরে ডেপুটেশান দিল অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমারস অ্যাসোসিয়েশন। স্মার্ট মিটার বাতিলের দাবিতে, তমলুকের রিজিওনাল অফিসার বলেন এখনই আমরা জেলায় স্মার্ট মিটার চালু করছি না, আপনাদের বিভিন্ন দাবি-দাওয়া গুলো রাজ্য নেতৃত্বের কাছে এবং রাজ্য বিদ্যুৎ বন্টন এর দপ্তরের কাছে আমরা পাঠাচ্ছে বলে আশ্বাস দেন।ডেপুটেশান এর নেতৃত্বে ছিলেন জেলা-সভাপতি জয়মোহন পাল,নারায়ণ প্রামাণিক,শংকর মালাকার,প্রদীপ দাস,নারায়ণ নায়েক এবং প্রণব মাইতি সহ অনেকেই।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct