আপনজন ডেস্ক: ইসলাম বিদ্বেষী আচরণ করায় মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের এক প্রাক্তন সহযোগীকে পুলিশ আটক করেছে। ওই ব্যক্তির নাম সেলডোভিটস। নিউইয়র্ক সিটির একজন খাদ্য বিক্রেতার সঙ্গে ইসলাম বিরোধী আচরণ করায় তাকে পুলিশ আটক করেছে। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর ভাইরাল হয়। ভিডিওটি এক্স(সাবেক টুইটার)-এ ৪০ মিলিয়ন ভিউ হয়েছে। ভিডিওতে দেখা যায়, তিনি সেই খাবার বিক্রেতাকে সন্ত্রাসী বলছেন। হামাসের পক্ষে মন্তব্য করার ওই বিক্রেতাকে সেলডোভিটস এই কথা বলেন বলে জানান। খাবার বিক্রেতার মোহাম্মদ হুসেইন অবশ্য জানিয়েছেন, তিনি হামাসের পক্ষ নিয়ে কোনো মন্তব্য করেনি। নিউইয়র্ক পুলিশ বিভাগের একজন মুখপাত্র বিবিসিকে নিশ্চিত করেছেন, সেলডোভিটসকে গতকাল বুধবার হেফাজতে নেওয়া হয়েছে। তবে এই অভিযোগের তাৎক্ষণিকভাবে কোনো বিবরণ পাওয়া যায়নি। ভাইরাল হওয়া ভিডিওতে সেলডোভিটসকে আরো বলতে শোনা যায়, ‘আমরা ৪ হাজার ফিলিস্তিনি শিশুকে হত্যা কিরেছি কিন্তু আপনি কি জানেন, এটি যথেষ্ট ছিল না।’ তিনি বিক্রেতাকে ‘অজ্ঞ’ বলে অভিহিত করেন এবং তাঁর পরিবারকে মিসরীয় পুলিশ নির্যাতন করতে পারে বলে বলতে শোনা যায়।এ ছাড়া মুসলিমদের নবী মুহাম্মদ এবং কুরআন সম্পর্কেও মন্তব্য করতে শোনা যায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct