মোহাম্মাদ সানাউল্লা, লোহাপুর, আপনজন: নলহাটি ২ নম্বর ব্লক তৃণমূল সভাপতি কে হবেন এটার পাশাপাশি দলের মধ্যে সংগঠন কাদের হাতে থাকবে এটাই নিয়ে গত এক সপ্তাহ ধরে চলছে টানা পোড়ন। কথা ছিল চলতি নভেম্বর মাসের গত কুড়ি তারিখ প্রত্যেক ব্লক তৃণমূল সভাপতির নাম প্রকাশিত হবে। কিন্তু তৃণমূল কংগ্রেসের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখে সংক্রমণে আক্রান্ত হওয়ায় ব্লক সভাপতির নাম চূড়ান্ত হয়েও তা থমকে আছে বলে দলীয় সূত্রে জানা গেছে । এদিকে ২৩ তারিখ কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে মমতা বন্দ্যোপাধ্যায় ডেকেছেন দলীয় নেতৃত্বকে। সেখানে তিনি কিছু বার্তাও দিয়েছেন। সবাইকে এক সঙ্গে যেতে হবে। কে ব্লক সভাপতি হল সেটা বড় কথা নয়। এক সাথে কাজ করতে হবে দলের হয়ে। কিন্তু আগের মতো কমিটি থাকবে না ব্লক সভাপতি থাকবে এটাকে নিয়ে চলছে টানাপোড়ান। যদিও নলহাটি দু’নম্বর ব্লক তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি তথা আর্য মহা সভা গঠনের নেতা বিভাস অধিকারী মনে করেন তৃণমূলকে দিশা দেখিয়ে সংগঠনকে সংগঠিত করতে পারে এক জন স্থায়ী ব্লক সভাপতি। তাই তিনি এক জন ব্লক সভাপতি থাকার পক্ষেই রায় দিয়েছেন। অন্যদিকে তৃণমূলের নেতারা সব জেনেও চুপচাপ বসে আছেন। এখন দেখার অপেক্ষা, কবে সেই রাজ্য থেকে চূড়ান্ত তালিকা প্রকাশ পায়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct