নিজস্ব প্রতিবেদক, চুঁচুড়া, আপনজন: রাস্তাঘাটে বেরিয়ে অনেক সময়ই বিপদে পড়তে হয় মানুষজনকে। শৌচাগারের অভাবে মানুষ যাতে অস্বস্তিতে না পড়ে এবার সে ব্যাপারে নজর দিচ্ছে হুগলি জেলা প্রশাসন। গত ১৯ নভেম্বর ছিল ‘বিশ্ব টয়লেট দিবস’। সেই উপলক্সে হুগলি জেলা প্রশাসন সম্প্রতি পালন করল বিশ্ব শৌচালয় সপ্তাহ, চুঁচুড়া মগরা ব্লকে। এই উপলক্ষে জেলার মানুষকে সচেতন করতে চালু করা হল একটি ট্যাবলো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক (জেলা পরিষদ) সহ মহকুমা শামক (সদর) স্মিতী শুক্লা। অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের সমানে শৌচালয়ের গুরুত্ব তুলে ধরা হয়। পুজো মরশুমে মানুষ বেশি মাত্রায় রাস্তায় বের হয়। যাতে মানুষ অসুবিধা না হয় সে কথা মাথায় রেখে চন্দননগরে প্রচুর সবুজ শৌচাগারের ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। বহু পুজো কমিটির মণ্ডপের নিকটবর্তী নির্দিষ্ট স্থানে বসানো হযেচে এই সবুজ শৌচাগারগুলি। ঠিক বকেইভাবে বিভিন্ন পুজো মরশুমে আরও বেশি করে সবুজ শৌচাগার বসানোর কথা ভাবা হচ্ছে। তারকেশ্বর যাত্রীদের যাত্রাপথে আগামী দিনে এ রকম ব্যবস্থা আরও বেশি করে ভাবা হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। অনুষ্ঠানে বাড়ি নির্মাণের সাথে সাথে সঠিক শৌচাগার নির্মাণের উপযোগিতা আলোচনার পাশাপাশি পঞ্চাশজন স্বত্বভোগীর হাতে অধিকার দানপত্র তুলে দেওয়া হয়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct