নুরুল ইসলাম খান, কলকাতা, আপনজন: এপিডিআর এর বিক্ষোভ অবস্থান অনুষ্ঠিত হল বৌবাজার ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মোড়ে। দণ্ড সংহিতা বিল এর বিরোধিতা সহ সীমান্তবর্তী গ্রামগুলিতে বি এস এফ এর অত্যাচার বন্ধ, গঙ্গা ভাঙনে ক্ষতিগ্রস্থদের পূর্নবাসন ও ক্ষতিপূরণের দাবিতে, উন্নয়নের নামে উত্তরবঙ্গ থেকে শুরু করে পুরুলিয়া, ফারাক্কা সহ রাজ্যের জল জঙ্গল জমি দখল করে আদিবাসী, শ্রমজীবী মানুষের উচ্ছেদের বিরোধীতায়, সমস্ত রাজনৈতিক বন্দিদের নিঃর্শত মুক্তির দাবিতে এই সভা অনুষ্ঠিত হয়। ইউ এ পি এ এবং এন আই এ বাতিলের দাবিতে এই বিক্ষোভ অবস্থান সংগঠিত হয়েছে। এপিডিআর তরফে এই বিক্ষোভ অবস্থানে বন্ধু সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন পিডিএসএফ, শ্রমজীবী নারী মঞ্চ, গণ অধিকার মঞ্চের সাথীরা। চলে সারাদিনব্যাপী গণ সংঙ্গীত, আবৃত্তি পরিবেশিত হয়। রাণাঘাট সৃজক এর পক্ষ থেকে উপস্থাপিত হয় নাটক ‘কসাই’। অন্যান্য বক্তাদের পাশাপাশি বক্তব্য রাখেন সমিতির প্রান্তিক শাখাগুলির সদস্যরা। বিএসএফ এর অত্যাচার ও ভাঙনে ক্ষতিগ্রস্থ পরিবারের পূনর্বাসন এর দাবিতে বক্তব্য রাখেন তাঁরা। এপিডিআর এর পক্ষ থেকে বক্তব্য রাখেন অরিজিৎ গাঙ্গুলী, চৈতালী দাস, শাহানারা খাতুন, শঙ্কর দাস, মৌতুলি নাগ সরকার , জয়শ্রী পাল, সোমনাথ বসু, সঞ্জীব আচার্য্য, আলতাফ আমেদ, রাহুল চক্রবর্তী প্রমুখ। সমিতির সাধারণ সম্পাদক রঞ্জিত শুর বলেন, “নাগরিকদের অপরাধী বানানোর জন্য যে আইন প্রণয়ন করতে চলেছে কেন্দ্রীয় সরকার তার প্রয়োগ আমাদের রাজ্যে শুরু হয়েছে অনেকদিন ধরেই। মানুষের জীবনকে কর্পোরেটদের কাছে চড়া দামে বিক্রি করতে যে রাষ্ট্রীয় সন্ত্রাস নামানো হচ্ছে, বন্দী করা হচ্ছে গণ আন্দোলনের কর্মী সহ রাজনৈতিক কর্মীদের তার বিরুদ্ধে আজকের এই বিক্ষোভ সভা সফল করেছেন সাধারণ মানুষ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct