নকীব উদ্দিন গাজী, আলিপুর, আপনজন: ১৭ বছর পর দক্ষিণ ২৪ পরগনা জেলায় প্রাথমিক প্রধান শিক্ষকের পদে নিয়োগপত্র পেতে চলেছেন ২৯৯৪ জন শিক্ষক। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে জানান দক্ষিণ ২৪ পরগনা জেলার প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান অজিত নায়েক। তিনি বলেন, গত ৪ ঠা সেপ্টেম্বর প্রধান শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়। জেলায় মোট ৩৮৭৪ জন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকেরা আবেদন করেন। পরে খবর বিদ্যালয় পরিদর্শকদের মাধ্যমে যোগ্য প্রার্থীদেরকে নির্বাচন করা হয়। দক্ষিণ ২৪ পরগনা জেলায় প্রাথমিকে প্রধান শিক্ষকের শূন্য পদ ছিল ৩০১৫ টি এর মধ্যে ২৯৯৪ জন প্রধান শিক্ষক নিয়োগ পত্র পেতে চলেছেন। বাকি ২১ টি শূন্যপদের জন্য ৩ টি সার্কেল থেকে কোন আবেদন পাওয়া যায়নি এরমধ্যে হিন্দি মাধ্যম ও একটি উর্দু মাধ্যম স্কুল রয়েছে। তিনি আরো বলেন সারা বাংলার পাশাপাশি স্বাধীনতার পর এই প্রথম এত সংখ্যক প্রধান শিক্ষক নিয়োগ হতে চলেছে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন হতে চলেছে বলেও তিনি জানান। প্রধান শিক্ষকদের নিয়োগ পত্র অবর বিদ্যালয় পরিদর্শকদের মাধ্যমে প্রধান শিক্ষকদের কাছে পৌঁছে দেওয়া হবে বলে জানানো হয়। নিজেদের নিয়োগপত্র পাওয়ার খবরে বেজায় খুশি দক্ষিণ ২৪ পরগনা জেলার নব নিযুক্ত প্রধান শিক্ষকেরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct