এম মেহেদী সানি, অশোকনগর, আপনজন: উত্তর ২৪ পরগনার অশোকনগর থানার অন্তর্গত খোশদেলপুর হাই মাদ্রাসায় অনুষ্ঠিত হলো বিশ্ব নবী হজরত মুহাম্মদের (সা) জীবন আদর্শ নিয়ে বিশেষ আলোচনা সভা । বৃহস্পতিবার মাদ্রাসার পক্ষ থেকে ‘বিশ্ব নবী দিবস’ উপলক্ষে আলোচনা সভার পাশাপাশি মাদ্রাসার শিক্ষার্থীরা হামদ, নাত, কেরাত, মোকালামা পরিবেশন করে ৷ খোশদেলপুর হাই মাদ্রাসার সহ শিক্ষক সিয়ামত আলির তত্ত্বাবধানে অনুষ্ঠিত ওই আলোচনা সভায় বক্তব্য রাখার সময় আলোচকরা বিশ্বনবীর জীবনাদর্শ তুলে ধরে শান্তি সম্প্রীতি সৌভ্রাতৃত্বের স্থাপনের পাশাপাশি সর্ব ধর্ম সমন্বয়ের বার্তা দেন ৷ উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষক আলহাজ্ব মতিয়ার রহমান, সহ শিক্ষক ফারুক মল্লিক, কাজী আব্দুর রউফ শেখ, আজহার আলী, বিপ্লব বিশ্বাস, দিলীপ দাস, শরিফুল ইসলাম, অরুণ দত্ত প্রমূখ ৷ সহ শিক্ষক সিয়ামত আলি বলেন, ‘ভালো মানুষ হতে গেলে প্রাথমিক পর্যায় থেকেই বিশ্ব নবীর জীবন আদর্শ অনুসরণ করা উচিত।’ প্রিয় নবী প্রত্যেকটি মানুষের জন্য আদর্শ, আদর্শ সমাজ গড়তে প্রিয় নবীর দেখানো পথে আমাদের চলা উচিত ৷’ খোশদেলপুর হাই মাদ্রাসার কথা তুলে ধরে সিয়ামত আলি বলেন, ‘আমাদের মাদ্রাসা হল সম্প্রীতির পীঠস্থান ৷ মাদ্রাসায় সর্ব ধর্মের শিক্ষক-শিক্ষিকাদের মেলবন্ধন বৈচিত্র্যময় ৷’
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct