আমীরুল ইসলাম, বোলপুর, আপনজন: কোনরকম ডিগ্রি ছাড়াই বোলপুর শহর প্রাণকেন্দ্রে বিচিত্রা সিনেমা হলের পিছনে মোহর আবাসনে চলছে ভুয়ো ডাক্তারের তরফ থেকে চিকিৎসা এমনটাই অভিযোগ,একের পর এক রোগী আসছে এবং ওই ডাক্তারের তরফে চলছে চিকিৎসা, উচ্চ মাধ্যমিক পাস নিয়েই চলছে এই সম্পূর্ণ কর্মকাণ্ড বলেও খবর। বোলপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে চেম্বারের পেছন দিক থেকে পালানোর চেষ্টা করে ওই ভুয়ো ডাক্তার, পরে তাকে আটক করে পুলিশ। বোলপুর থানার অন্তর্গত বোলপুরের বিচিত্রা সিনেমা হলের পিছনে মোহর আবাসনের নীচে রুম ভাড়া করে চলছে ভুয়ো ডাক্তারের তরফে চিকিৎসা এমনটাই অভিযোগ। এই ডাক্তারকে সম্পূর্ণভাবে সহযোগিতা করছে ‘বোলপুর স্কান পয়েন্ট’ এর কর্মকর্তারা এমনটাই অভিযোগ এলাকাবাসীদের। যিনি ডাক্তার বলে নিজেকে পরিচয় দিচ্ছেন তার যোগ্যতা নাকি উচ্চ মাধ্যমিক পাস। ওই চিকিৎসকের নাম জীবন কুমার মাঝি। তিনি কার্যত চেম্বার খুলে প্রেসক্রিপশন ছাপিয়ে সেখানেই লিখছেন রোগীদের প্রয়োজন মত ওষুধ। এমনকি তিনি নাকি অপারেশন করার জন্য রেফার ও করেন এমনটাই জানাচ্ছেন ওই ভুয়ো ডাক্তার। এমনকি তিনি নাকি নিজের চেম্বার থেকে ওষুধও বিক্রি করছেন এমনটাই দেখা যাচ্ছে। এই ভুয়ো ডাক্তারকে সম্পূর্ণভাবে সহযোগিতা করছেন বোলপুর স্ক্যান পয়েন্টের কর্মকর্তারা। পরে এই ঘটনার খবর বোলপুর থানার পুলিশ জানতে পারলে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ দেখেই চেম্বারের পেছন দিক থেকে পালানোর চেষ্টা করে ওই ভুয়ো ডাক্তার পরে তাকে বোলপুর থানার পুলিশ আটক করে নিয়ে যায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct