আপনজন ডেস্ক: ফিলিস্তিনের গাজা উপত্যকায় অন্যতম বড় আল-শিফা হাসপাতালের পরিচালককে দখলদার ইসরায়েলি বাহিনী গ্রেফতার করেছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম আল-আজিরা জানিয়েছে, আল-শিফা হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ আবু সালমিয়াকে গ্রেফতার করা হয়েছে বলে বার্তা সংস্থা এএফপিকে নিশ্চিত করেছে হাসপাতালটির এক চিকিৎসক। এ সময় অন্যান্য বেশ কয়েকজন চিকিৎসককে ইসারায়েল বাহিনী গ্রেফতার করেছে বলেও দাবি করা হয়েছে। হাসপাতালের বিভাগীয় প্রধান খালিদ আবু সামরা গণমাধ্যমকে জানান, আল-শিফা হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ আবু সালমিয়াকে গ্রেফতারের পাশাপাশি অন্যান্য বেশ কিছু চিকিৎসককে গ্রেফতার করা হয়েছে। তবে এ বিষয়ে ইসরায়েল বাহিনীর কোনো বক্তব্য পাওয়া যায়নি। ইসরায়েলি বাহিনী বিভিন্ন সময় অভিযোগ করেছে, গাজার সবচেয়ে বড় হাসপাতালটি হামাস দখল নিয়ে সেটি কমান্ড সেন্টার হিসাবে ব্যবহার করে। তবে এ দাবির পক্ষে ইসারায়েল বাহিনী কখনো সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ উপস্থাপন করতে পারেনি।গাজার ইসারায়েলি স্থল অভিযানের মধ্যে গত সপ্তাহেই ইসরায়েলি বাহিনী হাসপাতালটিতে অভিযান চালায়। পরে হাসপাতালের একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ করে। তখন দাবি করা হয়, গত ৭ অক্টোবর হামাস ইসারায়েল থেকে জিম্মি করে আনা ব্যক্তিদের আল শিফা হাসপাতালে নিয়ে এসেছিলো। যদিও হামাস ওই অভিযোগ অস্বীকার করে।আল-শিফা হাসপাতালকে গাজা সরকারের প্রশাসনিক সংস্থাগুলোর স্নায়ুকেন্দ্র হিসেবে দেখা হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা বিভিন্ন সময় সেখানে লাশের মধ্যে দাঁড়িয়ে সংবাদ সম্মেলন করেছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct