আপনজন ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘পানৌটি’, ‘পকেটমার’ এবং ‘অতি ধনীদের ঋণ মকুব’ করার জন্য কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) প্রাক্তন কংগ্রেস সভাপতির বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল এবং বলেছিল যে এই জাতীয় ভাষা ব্যবহার করা “খুব সিনিয়র নেতার” পক্ষে “অশোভন”। নির্বাচন কমিশন গান্ধীকে স্মরণ করিয়ে দিয়েছে যে আদর্শ আচরণবিধি নেতাদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে অযাচাইকৃত অভিযোগ করতে বাধা দেয়। কংগ্রেস নেতা সম্প্রতি রাজস্থানে নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে এই শব্দগুলি ব্যবহার করেছিলেন। নির্বাচন কমিশনকে দেওয়া আবেদনে বিজেপি দাবি করেছে, গত নয় বছরে শিল্পপতিদের ১৪,০০,০০০ কোটি টাকা মকুব দেওয়ার অভিযোগ “তথ্যের ভিত্তিতে প্রমাণিত নয়”। ইসির নোটিশে বলা হয়েছে, ‘পানাউটি’ শব্দটি জনপ্রতিনিধিত্ব আইনের ১২৩ ধারা য় দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত। আর রাহুল বুধবার একটি নির্বাচনী ভাষণে মোদিকে “পকেটমার” আক্রমণ করেন বলে অভিযোগ করা হয়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct