আপনজন ডেস্ক: এলাহাবাদ হাইকোর্ট বলেছে, উত্তরপ্রদেশ গোহত্যা প্রতিরোধ আইনে গরুর মাংস পরিবহন নিষিদ্ধ নয়। ফতেহপুর জেলা ম্যাজিস্ট্রেটের একটি আদেশকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে দায়ের করা ফৌজদারি রিভিশনের অনুমতি দেওয়ার সময় বিচারপতি পঙ্কজ ভাটিয়া এই মন্তব্য করেন। আদেশে জেলা ম্যাজিস্ট্রেট বলেন, তিনি ফতেহপুরের পুলিশ সুপারের কাছ থেকে একটি রিপোর্ট পেয়েছেন আবেদনকারীর গাড়িটি গরুর মাংস পরিবহনে জড়িত ছিল এবং গাড়িটি গোহত্যা বিরোধী আইনের অধীনে বাজেয়াপ্ত করার জন্য দায়বদ্ধ। সোমবার উভয় পক্ষের আইনজীবীদের কথা শোনার পর আদালত বলেছে, আইন অনুসারে পরিবহণের উপর বিধিনিষেধ এবং এর অধীনে প্রণীত বিধিগুলি কেবল গরু বা ষাঁড় পরিবহনের ক্ষেত্রে প্রযোজ্য। তাও রাজ্যের বাইরে যে কোনও জায়গা থেকে উত্তরপ্রদেশের যে কোনও জায়গায়। আদালত পর্যবেক্ষণ করে দেখে ‘পুরো আইন বা বিধিমালায় গরুর মাংস পরিবহণে নিষেধাজ্ঞার কোনো বিধান নেই। গোহত্যা আইনের ৫এ ধারার অধীনে যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে তা কেবল গবাদি পশু পরিবহনের ক্ষেত্রে, তাও কেবল রাজ্যের বাইরের জায়গা থেকে রাজ্যের যে কোনও জায়গায়। এমনকি রাজ্যের বাইরের যে কোনও জায়গা থেকে রাজ্যের অভ্যন্তরে যে কোনও জায়গায় গরুর মাংস পরিবহণের ক্ষেত্রে কোনও বাধা বা বিধিনিষেধ নেই। আদালত বলেছে, বর্তমান মামলায় রাজ্যের দুটি জায়গায় যানবাহনে (মোটরসাইকেলে) গরুর মাংস পরিবহন নিষিদ্ধ বা নিয়ন্ত্রিত নয় এবং তাই এই আইনের বিধান লঙ্ঘন করে পরিবহনের দায়ে বাজেয়াপ্ত করার ভিত্তি নেই। বিচারপতি বলেন, আমি বলতে দ্বিধা বোধ করি না যে বাজেয়াপ্তের ক্ষমতা আইনের কোনও কর্তৃত্ব ছাড়াই এবং গোহত্যা আইনের ৫এ (৭) ধারার ভুল ব্যাখ্যার ভিত্তিতে প্রয়োগ করা হয়েছে। সেই সঙ্গে উল্লিখিত কারণে বাজেয়াপ্তের আদেশটি বহাল রাখা যায় না এবং সেটি বাতিল হওয়ার যোগ্য।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct