নিজস্ব প্রতিবেদক, ভগবানগোলা, আপনজন: বুধবার ভগবানগোলা ব্লক জমিয়তের আহ্বানে প্রায় একশ জমিয়ত কর্মীর উপস্থিতিতেবিশেষ প্রসু্ততি সভা হয়। আগামী ১০ ই ডিসেম্বর ২০২৩ রবিবার মুর্শিদাবাদ জমিয়তের প্রকাশ্য সমাবেশ ভগবানগোলা হাইস্কুল ময়দানে হতে চলেছে। তারই প্রস্তুতি মিটিং করা হলো দয়ানগর মাদরাসায়।এ দিনের সভায় মুর্শিদাবাদ জমিয়তের সাধারণ সম্পাদক মুফতি মোঃ নাজমুল হক সাহেব দেশের সম্প্রীতি, জাতীয় ঐক্য এবং সামাজিক গঠন মূলক অনেক আলোচনা করে বলেন আমাদের ওই সমাবেশের আলোচনার বিষয়বস্তু হলো।অভিন্ন দেওয়ানি বিধি লাগু ভারতের মতো মিশ্র সংস্কৃতির দেশে কতটা যুক্তিযুক্ত?জাতীয় ঐক্য ও সাম্প্রদায়িক সম্প্রীতি সুদৃঢ়করণ, মদ জুয়া পণপ্রথা ও সাইবার ক্রাইম মুক্ত সমাজ গঠন, নারীদের মর্যাদা ও সুরক্ষা, এই দেশ ও জাতি গঠনে জমিয়তে উলামার অবদান ইত্যাদি।এই গুরুত্বপূর্ণ সমাবেশ কে ঐক্যবদ্ধভাবে সকল জমিয়ত প্রেমীগনকে সফল করার জন্য অগ্র ভূমিকা নেওয়ার অনুরোধ জানান। ভগবানগোলা ব্লক জমিয়তের সাধারণ সম্পাদক মুফতি শহিদুল ইসলাম সাহেব সংগঠন সম্পর্কে গঠনমূলক অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেন।সভা শেষ করার পূর্বে সকল ভারতবাসী ও নির্যাতিত ফিলিস্তিনি সহ অন্যান্য মুসলমানদের সার্বিক মঙ্গলের জন্য আকুল ভাবে প্রার্থনা করেন।এদিনের সভায় উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জমিতের সাধারণ সম্পাদক মুফতি মোঃ নাজমুল হক, ভগবানগোলা ব্লক জমিয়তের সাধারণ সম্পাদক মুফতি শহিদুল ইসলাম , মাওলানা এনামুল হক , মাওলানা আব্দুল খাবির, শাহাবুদ্দিন আহমেদ, মাস্টার জেকের আলী, মাস্টার জয়নাল হক সহ আরো অনেকে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct