নিজস্ব প্রতিবেদক, হাওড়া, আপনজন: কেমিক্যাল মিশ্রিত জল মিশে দূষণ বাড়ছে গঙ্গায়, হাওড়ার টোপিওয়ালা ঘাটের ভয়ানক চিত্র। হাওড়ার বি.গার্ডেন থেকে বালি, গঙ্গার ধরে গজিয়ে উঠেছে একাধিক কলকারখানা। অভিযোগ, এই সব কারখানার নিকাশির অভিমুখ রয়েছে গঙ্গার দিকেই। হাওড়া রামকৃষ্ণপুর ঘাট থেকে শিবপুর ঘাটের মাঝেই রয়েছে এই টোপিওয়ালা ঘাট। সেই ঘাটে এলে এমনিতেই চোখ জ্বালা করতে বাধ্য। সঙ্গে ঝাঁজালো গন্ধ তো রয়েছেই। শুধু গঙ্গার পাড়েই নয়, ভুগর্ভস্থ থেকেও এলাকা থেকে বেরচ্ছে ধোঁয়া। গঙ্গার ঘাটের ধারেই রয়েছে অত্যাধুনিক একটি ধোপা খানা। সেখান থেকেও কেমিক্যাল মিশ্রিত বের হচ্ছে বলে অভিযোগ। একদিকে কেমিক্যাল মিশ্রিত দূষিত জল আর এর পাশাপাশি ধোঁয়ায় ছেয়েছে গোটা এলাকা। আরও অভিযোগ, শুধু কারখানার জলই নয় হাওড়ার ফোরশোর রোডের উপর গজিয়ে ওঠা সব কোম্পানির নিকাশি নালার জলই কার্যত এসে মিশছে গঙ্গায়। হাওড়া পুরসভার মুখ্য প্রশাসক সুজয় চক্রবর্তীর দাবি, পুরসভা কোনও বেআইনি কাজের অনুমতি দেয়না। পরিস্থিতি খতিয়ে দেখে তিনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct