মোমিন আলি লস্কর, জয়নগর, আপনজন: জয়নগর থানার অন্তর্গত জয়নগর এক নম্বর ব্লকে বামনগাছি অঞ্চলের কামারিয়া গ্রামে বাঙার বুড়ি মোড়ে গত ১৩ নভেম্বর সাজসকালে বামনগাছি অঞ্চলের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি ও সদস্য সাইফুদ্দিন লস্কর, কামারিয়া বাঙার বুড়ি মোড়ে নিজের বাড়ির কাছে মসজিদে নামাজ আদায় জন্য যাচ্ছিলেন সেই সময় দুষ্কৃতকারীরা খুব কাছ থেকে গুলি করে, সঙ্গে সঙ্গে সাইফুদ্দিন লস্কর মাটিতে লুটিয়ে পড়ে।গ্ৰামের মানুষ জন গুলির শব্দ শুনে বার হয়ে দেখেন দুষ্কৃতিরা বাইকে চেপে পালিয়ে যাচ্ছে। পিছনে ধাও করে এবং দুই জন কে ধরে ফেলে।একজন গনপিটুনি মারাযায়। অন্য জন্য কে জয়নগর থানার পুলিশ ঘটনাস্থলে থেকে উদ্ধার করেন। এদিকে সাইফুদ্দিন লস্কর কে গ্রামের মানুষ উদ্ধার করে পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালের নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
এই ঘটনা পর ঘটনার স্থল থেকে দীর্ঘ ৫ কিলোমিটার দূরে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতকারীরা দলুয়াখাকী গ্রামে লস্কর পাড়ায় দলবেঁধে ঢোকে প্রথমে লুটপাট,ভাঙচুর, ও পরে অগ্নিসংযোগ চালায়। লস্কর পাড়ার প্রচুর পরিমানে বাড়ি দোকান কারখানা আগুনে পুড়ে ছারখার হয়ে যায়।এই সমস্থ মানুষদের পাশে দাঁড়াতে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ত্রাণ নিয়ে আসলে পুলিশ রাস্থার বাধা দেয়, ঠিক মত গ্রামবাসীরা ত্রাণ না পাওয়ায় কলকাতার হাইকোর্টে মামলা রুজু হয়, হাইকোর্টে ওডার হয় ৫ জন ব্যাক্তি ত্রাণ বিতরণের জন্য গ্রামের মানুষের কাছে যেতে পারবে এবং কোন রাজনৈতিক বিষয় মন্তব্য করতে পারবেনা। সেই নির্দেশ মেনে আজ ২:০০ টার সময় ৫ জন ব্যাক্তিকে নিয়ে দলুয়াখাকী গ্ৰামে লস্কর পাড়ায় ত্রাণ নিয়ে পৌঁছালের কামদুনির প্রতিবাদী দুই মুখ মৌসুমী ও টুম্পা । আবার ও পুলিশের বাধা মুখে পড়তে দেখাগেল। সেই বাধা কে ভেঙ্গে গ্রামের মধ্যে বুকে পড়লেন মৌসুমী ও টুম্পা । গ্রামের মধ্যে ঢুকে এই সমস্থ দৃশ্য দেখে সবার সামনে হাইহাইকরে কেঁদে উঠলো। তাদের এই কান্নাকাটি দেখে গ্রামের মানুষ জনের চোখে জল আসতে দেখা গেল । নিজেরা গ্রামবাসীদের হাতে বিভিন্ন জিনিস পত্র তুলে দেন এবং মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার বদ্ধ করেন। গ্রামের সমস্ত জায়গায় ঘুরে ঘুরে দেখে যান, মাননীয়া মুখ্যমন্ত্রীকে এই রকম দৃশ্য উপলব্ধি করার জন্য ঘটনার স্থলে এসে তদন্তের জন্য গ্রামবাসীসহ কামদুনির প্রতিবাদী দুই মুখ মৌসুমী ও টুম্পা পরিদর্শেনের জন্য এই অনুরোধ রেখেছেন। অবশেষে সমস্থ গ্রামবাসীদের সামনে কথা দিয়েছেন আমরা খুব দেরীতে এসেছি তবে আমরা আবার খুব তাড়াতাড়ি এখানে আসবো।তবে কোন হিংসা রাজনৈতিক করবেনা সততার সঙ্গে লড়াই চালিয়ে যাবেন আমরা সর্বদা আপনাদের পাশে আছি এবং থাকব।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct