সেখ নুরুদ্দিন, কলকাতা, আপনজন: দীর্ঘ প্রায় ৮-১০ বছরের বঞ্চনার পুঞ্জিভূত ক্ষোভ নিয়ে বিকাশ ভবনের অদূরে ৭২ঘন্টা বিক্ষোভ সমাবেশ কর্মসূচি ঘোষণা করল উচ্চ প্রাথমিকে ইন্টারভিউ বঞ্চিত চাকুরী প্রার্থীরা। তারা জানিয়েছে প্রায় ৫৩০দিন ধরে মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করে আসছে। তাদের বিষয়ে সরকার কর্ণপাত না করায় তারা তাদের হকের চাকরি আদায়ে কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়ে বিকাশ ভবনের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানান আন্দোলনকারীরা। আন্দোলনকারীদের দাবি , --১)সরকার নিজের প্রকাশিত২০১৬ গেজেট কে মান্যতা দেয়নি।২) দ্বিতীয়বার প্রকাশিত (২৩শে আগস্ট ২০২৩) মেধা তালিকা অস্বচ্ছ। অনেকের একাডেমিক ,টেট স্কোর, ইন্টারভিউ নম্বর পরিবর্তন করা হয়েছে। ৩) শূন্যপদ পূরণের ক্ষেত্রে ইন্টারভিউতে রেশিও মেইনটেইন হয়নি। আন্দোলনকারীদের দাবি সরকার গেজেট 8.3b রুল অনুযায়ী আপডেট সিটে নিয়োগ হলে তাদের রাস্তায় নেমে আন্দোলন করতে হতো না। অনেকের বয়স গড়িয়ে গেছে। হতাশায় ভুগছে চাকরি প্রার্থীরা। অনেক শিক্ষাঙ্গন শিক্ষক অপ্রতুল। শিক্ষার স্বার্থে সব ১০ বছরের শূন্যতা পূরণ করলে বহু চাকুরী প্রার্থীদের সমস্যা নিরসন হবে বলে জানিয়েছেন চাকরি প্রার্থীরা। এদিকে যথারীতি উচ্চ প্রাথমিক চাকরি প্রার্থীদের প্রথম দফার কাউন্সিলিং সদ্য সমাপ্ত হয়েছে।২য় দফার কাউন্সিলিং এর প্রস্তুতি চলছে। এই সময়ে আপার প্রাইমারি নিয়োগ ক্ষেত্রে নয়া জট। প্রথম মেধা তালিকায় থাকা ৩৫জন চাকুরী প্রার্থী দ্বিতীয় মেধা তালিকায় স্থান না পাওয়া সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন।২৮শে নভেম্বর হাইকোর্টের আপার প্রাইমারি নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ মামলার শুনানি। উদ্বিগ্ন চাকরি প্রার্থীরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct