সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: শিশুর অধিকার রক্ষায় পুলিশ সবসময় সচেষ্ট, বললেন বাঁকুড়ার পুলিশ সুপার বৈভব তিওয়ারী। বুধবার প্রশাসনিক উদ্যোগে জেলাশাসকের দপ্তরের সামনে ‘আন্তর্জাতিক শিশু অধিকার সপ্তাহ’ অনুষ্ঠান মঞ্চে তিনি বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন। জেলা পুলিশ সুপার এদিন আরো বলেন, শিশু শ্রমিক থেকে বাল্য বিবাহ রোধ সব বিষয়েই পুলিশের তরফে নিরবিচ্ছিন্ন কাজ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনসূয়া রায় বলেন, শিশুদের শৈশব ক্রমশ হারিয়ে যাচ্ছে। একটা বয়সের পর তাদের কাঁধে বইয়ের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে। শিশু স্বার্থে এটা না করাই ভালো। পড়াশুনা থাকবেই, তবে তা নির্দিষ্ট সময়ে বলে তিনি জানান। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক সিয়াদ এন, পুলিশ সুপার বৈভব তিওয়ারী, জেলা পরিষদের সভাধিপতি অনসূয়া রায়, পৌর প্রধান অলকা সেন মজুমদার প্রমুখ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct