রঙ্গিলা খাতুন, কান্দি, আপনজন: কান্দির ঘনশ্যামপুর এলাকায় পথদুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। মুর্শিদাবাদ জেলার কান্দি থানার অন্তর্গত ঘনশ্যামপুর এলাকায় বুধবার বিকেলে মোটরবাইক ও একটি খড় বোঝাই করা গাড়ির মুখোমুখি সংঘর্ষের ফলে জাকির হোসেন নামে বছর ৩৫ এক যুবকের মৃত্যু হয়। জানা গিয়েছে মৃত যুবকের বাড়ি কান্দি থানার অন্তর্গত চৈতন্যপুর গ্রামে। স্থানীয় বাসিন্দারা জাকির হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে আসলে কান্দি মহকুমা হাসপাতালের চিকিৎসক জাকির হোসেনকে মৃত বলে ঘোষণা করেন। দেহ ময়নাতদন্তের জন্য ইতিমধ্যেই কান্দি থানার পুলিশ কান্দি মহকুমা হাসপাতাল মর্গে পাঠিয়েছে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য গোটা এলাকায়। তদন্ত শুরু করেছে কান্দি থানার পুলিশ। যুবকের মৃত্যুতে গ্রামে শোকের ছায়া।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct