সেখ মহম্মদ ইমরান, গড়বেতা, আপনজন: প্রেমে প্রত্যাখ্যান! তাই মাধ্যমিক টেস্ট পরীক্ষা চলাকালীন স্কুলে ঢুকে ছাত্রীর গলায় ছুরি চালালো। ঘটনা পশ্চিম মেদিনীপুরের গড়বেতা থানার রসকুণ্ডু হাইস্কুলের। মেয়েকে বাঁচাতে গেলে, রেহাল মেলেনি বাবারও। আহত হয়েছে ওই ছাত্রীর বাবাও। তাদেরকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে গড়বেতা হাসপাতালে। আহত ছাত্রীর নাম শম্পা মন্ডল, ১৬ বছর বয়স। অভিযুক্ত ছেলের নাম গোবিন্দ বিশ্বাস ২১ বছর বয়স। তার বাড়ি গোয়ালতোড় থানার অন্তর্গত খড়কাটা এলাকায়। ঘটনাস্থলে পৌঁছায় গড়বেতা থানা পুলিশ। ঘটনার পরে উত্তেজিত হয়ে পড়ে ছাত্র-ছাত্রীদের অভিভাবকেরা। তার স্কুলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। স্কুলে ইংলিশ পরীক্ষা ছিল আজ। পরীক্ষা শুরু হওয়ার আগে এই ঘটনা ঘটনায়, চাঞ্চল্য ছড়িয়েছে স্কুল চত্বরে। ইতিমধ্যেই পুলিশ অভিযুক্ত যুবককে আটক করেছে। পুলিশকে ঘটনার লিখিত অভিযোগ দিয়েছে স্কুল কর্তৃপক্ষ। গড়বেতা থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct