আপনজন ডেস্ক: বুধবার বসিরহাট পুলিশ জেলার মিনাখাঁ ফুটবল মাঠে বিনা খরচে ফুটবল প্রশিক্ষণ শিবির শুরু করলো পুলিশ কর্মীরা। বসিরহাট মহাকুমার বিভিন্ন এলাকা থেকে ৮০ জন প্রতিভাবান ফুটবলার কোচিংয়ের জন্য মিনাখাঁ ফুটবল মাঠে হাজির হয়। ঠিক হয়েছে সপ্তাহে দুদিন এই ৮০ জনকেই বসিরহাট পুলিশ জেলার উদ্যোগে প্রশিক্ষণ দেওয়া হবে। তাহলে প্রশিক্ষণ দেবে বসিরহাট মহকুমার বিশিষ্ট ফুটবল কোচ সমিরন ব্রহ্ম। প্রসঙ্গত ভারতীয় ফুটবলে একের পর এক ফুটবলার সাপ্লাই দিয়েছে বসিরহাট মহকুমা। মিহির বোস, দিপেন্দু বিশ্বাস, অলক ঘোষ, তপন ঘোষ থেকে শুরু করে নাজমুল ইসলাম, হাবিবুর রহমান মন্ডল সহ একাধিক ফুটবলার ভারতীয় দলের পাশাপাশি বিভিন্ন ক্লাব ফুটবলে খেলেছে সুনামের সঙ্গে । তবে বেশ কিছু বছর বসিরহাটের ফুটবলের যেন ভাটা পড়েছে বলে মনে করা হয়। কারণ সেভাবে বসিরহাট থেকে ফুটবলার সাপ্লাই হচ্ছে না কলকাতার ক্লাব গুলিতে। বসিরহাটের ভবিষ্যৎ প্রজন্মের ফুটবলারদের সম্ভাবনার দিক চিন্তা করে বসিরহাট পুলিশ জেলার মিনাখাঁ থানার কৃত্রিম ঘাসের মাঠে শুরু হয়েছে ফুটবল কোচিং সেন্টার। এদিন কোচিং সেন্টারের উদ্বোধন করেন পুলিশ সুপার যোবি থমাস কে, উপস্থিত ছিলেন অ্যাডিশনাল এসপি সৌতম ব্যানার্জি, মিনাখাঁর এসডিপিও আমিনুল ইসলাম খান, মিনাখা ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক আমিনুল ইসলাম, মিনাখা থানার ওসি অরিন্দম হালদার, বসিরহাট জেলার পুলিশ আধিকারিকরা। পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার বাসিন্দারা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct