নাজিম আক্তার, হরিশ্চন্দ্রপুর, আপনজন: হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে ভবানীপুর পূর্ব ও পশ্চিম দুই বুথের জনসাধারণকে নিয়ে বুধবার বিকেল তিনটা নাগাদ ভবানীপুর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে গ্রাম সংসদ সভা(পাড়া বৈঠক)অনুষ্ঠিত হল। এদিন সভায় উপস্থিত ছিলেন মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের নির্বাহী সহায়ক মহম্মদ আসফাক আলম,গ্রাম রোজগার সহায়ক সাবির আলম ও পঞ্চায়েত কর্মী গোবিন্দ সরকার এবং দুই বুথের পঞ্চায়েত সদস্যা মামনি মহলদার ও রবিনা খাতুন সহ গামের প্রায় শতাধিক জনসাধারণ।পঞ্চায়েত নির্বাহী সহায়ক মহম্মদ আসফাক আলম জানান,প্রতিবছর নভেম্বর মাসে পঞ্চায়েতের পক্ষ থেকে গ্রামে সংসদ সভা অনুষ্ঠিত হয়ে থাকে।এ বছর ২১ নভেম্বর থেকে শুরু হয়েছে এই গ্রাম এই সংসদ সভা।চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।আগামী ৭ ডিসেম্বর মহেন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ে রয়েছে গ্রাম সভা।গ্রাম রোজগার সহায়ক সাবির আলম জানান,আগামী ২০২৪ ও ২০২৫ অর্থবর্ষে গ্রামের উন্নয়নের জন্য পঞ্চায়েত সদস্যাদের মারফতে বুথে কি ধরনের কাজ হবে তার স্কিম সংক্রান্ত নিয়ে আলোচনা করা হয়।বুথের সাধারণ ভোটারদের যাতে পঞ্চায়েতের স্কিম সম্পর্কে ধারণা হয় এবং নিজেদের পাড়ার কাজের দাবি জানাতে পারে তার জন্যই এই এক গ্রাম সংসদ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct