রাজু আনসারী, অরঙ্গাবাদ, আপনজন: অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পাশেই বল ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে বোমা বিস্ফোরণে জখম তিন শিশু।বুধবার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদ জেলার ফরাক্কা ব্লকে শঙ্করপুর হাউসনগর এলাকায়। স্থানীয় সূত্রে জানাযায়, আহত মাহামুদা খাতুন (৯), এহিদিনা পারভিন (৭) ও আসিম সেখ (৬)। তিন শিশু অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খাবার নেওয়ার জন্য গিয়েছিল তারা। সেখান থেকে খিচুড়ি নিয়ে বাড়ি ফেরার পথে রাস্তার ধারে পুকুর থেকে পাওয়া একটি প্লাস্টিক বোমা বল ভেবে হাতে তুলে নেই তারা তারপর অঙ্গনওয়াড়ি থেকে কিছুটা দূর গিয়ে বল ভেবে বোমটি নিয়ে খেলা করতে লাগে তারা আর হঠাৎ সেই বোমা হাত থেকে পড়ে গিয়ে ফেটে যায়। আর এরফলে জখম হয় তিন শিশু। ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। তড়িঘড়ি ওই তিন শিশুকে উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়। ঘটনাস্থলে ছুটে আসে ফারাক্কা থানার পুলিশ। অঙ্গনওয়াড়ি কেন্দ্র সংলগ্ন এলাকায় কে বা কারা বোমা রেখে গিয়েছিল আর কি উদ্দেশ্যেই বা রেখে গিয়েছিল তা তদন্ত করে দেখছে ফারাক্কা থানার পুলিশ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct