আপনজন ডেস্ক: ফিলিস্তিনকে সমর্থন করার দায়ে স্পেনের সামাজিক অধিকার রক্ষা বিষয়কমন্ত্রী ইয়ন ব্যালেরাকে বরখাস্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী। ইউরোপের এই মন্ত্রী একাই গাজায় ইসরায়েলি গণহত্যার বিরোধিতা করে আসছিলেন।কয়েক দিন আগে তিনি বলেছেন, সবার সামনে ফিলিস্তিনে গণহত্যা চালাচ্ছে ইহুদিবাদী ইসরায়েল। এর আগে তিনি গাজায় বর্বর আগ্রাসন ও নির্বিচারে নারী, শিশু ও বেসামরিক লোকজন হত্যা করার জন্য দখলদার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর শাস্তি দাবি করেছিলেন। একই সঙ্গে তিনি ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা আরোপ করতে ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানিয়েছিলেন। ইউরোপীয় এই মন্ত্রী স্পষ্টভাবে বলেছিলেন, আমাদের নিষ্ক্রিয়তা ইসরায়েলকে গণহত্যা চালাতে সহযোগিতা করছে। ইউরোপীয় নেতাদের উদ্দেশে সহজ বার্তাটি হলো আমাদেরকে ইসরায়েলের এই গণহত্যার সহযোগী বানাবেন না। ইউরোপীয় ইউনিয়নের নামে কোনো কাজ করবেন না।গাজায় গণহত্যার প্রতি সমর্থন ও সহযোগিতা দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলো। গাজায় গণহত্যা শুরুর পরপরই ইউরোপ ও আমেরিকার নেতারা ইসরায়েল সফর করে দখলদারদের প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেছিলেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct