আপনজন ডেস্ক: সময়টা ভালো যাচ্ছে না জার্মানির। বিশ্বকাপের পর ১১ ম্যাচ খেলে মাত্র ৩ জয় পেয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। হেরেছে ৬ ম্যাচে। ২টি ড্র। তার মধ্যে নিজেদের শেষ তিন ম্যাচে জয়হীন জার্মানরা হেরেছে টানা দুই ম্যাচ। মঙ্গলবার রাতে আর্নেস্ট হ্যাপেল স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অস্ট্রিয়ার কাছে ২-০ গোলে হারে জার্মানি। ম্যাচ শেষে জার্মানি কোচ ইউলিয়ান নাগেলসম্যান বলেন, আত্মবিশ্বাসের অভাবে ভুগছে সানে-জিনাব্রিরা।বিশ্বকাপ ব্যর্থতার পরও দুর্দশা কাটিয়ে উঠতে পারছিল না জার্মানি। এতে গত সেপ্টেম্বরে প্রধান কোচের দায়িত্ব হারান হ্যান্সি ফ্লিক। তার স্থলাভিষিক্ত হয়ে জার্মানির সুদিন ফেরাতে পারছেন না ইউলিয়ান নাগেলসম্যানও। আগের ম্যাচে তুরস্কের কাছে হারা জার্মানি অস্ট্রিয়ার মাঠে প্রথম গোলটি খায় ম্যাচের ২৯তম মিনিটে। গোলটি করেন বরুশিয়া ডর্টমুন্ডের অস্ট্রিয়ান মিডফিল্ডার মার্সেল সাবিৎজার। ১০ মিনিট পর প্রতিপক্ষকে ফাউল করে লাল কার্ড দেখেন জার্মান ফরোয়ার্ড লেরয় সানে। আর ৭৩তম মিনিটে ২-০ গোলের জয় নিশ্চিত করেন আরবি লাইপজিগের অস্ট্রিয়ান মিডফিল্ডার ক্রিস্তফ বমগার্টনার।ম্যাচশেষে জার্মানি কোচ ইউলিয়ান নাগেলম্যান বলেন, ‘আমরা স্বাধীনভাবে খেলতে পারছি না। প্রত্যেক পজিশনে আমাদের অবিশ্বাস্যভাবে কাজ করতে হবে। আমরা এই পরিস্থিতিকে গ্রহণ করতে পারি না। আবার প্রতি ম্যাচে ভুক্তভোগী হতে চাই না।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct