আপনজন ডেস্ক: উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহাকুমার হাসনাবাদের রাজাপুর লোটাস ক্লাবের উদ্যোগে দুইদিন ব্যাপী দিবারাত্রি ফুটবল টুর্নামেন্ট সূচনা হলো। তৎকালীন সময়ে হাসনাবাদ বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক মোল্লা তছমাতুল্লার স্মৃতিতে অনুষ্ঠিত হলো ১৬ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট। দীর্ঘ প্রায় এক দশক ধরে মোল্যা তছমাতুল্যা স্মৃতি উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে আসছে এই ক্লাবটি। বুধবার সকাল দশটা নাগাদ এই টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন হাসনাবাদ পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি এসস্কেন্দার গাজী, প্রয়াত প্রাক্তন বিধায়ক মোল্লা তছমাতুল্লার ভাইপো তথা হাসনাবাদ ব্লক তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি আসাদুজ্জামান মোল্লা, বিশিষ্ট সমাজসেবী রাজু ঢালী, রাজাপুর লোটাস ক্লাবের সম্পাদক আবু তালেব গাজী, ক্লাবের সহকারী সভাপতি আনারুল মোল্লা, ক্রিয়া সম্পাদক ফারুক ও সরদার আলিম মোল্লা সহ বিশিষ্টজনেরা। এই খেলার উদ্যোক্তা তথা বিশিষ্ট সমাজসেবী রাজু ঢালী বলেন, “ প্রয়াত প্রাক্তন বিধায়ক মোল্লা তছমাতুল্লা সাহেবের স্মৃতি উপলক্ষে এই খেলা চলছে দীর্ঘ নয় থেকে দশ বছর ধরে। মোল্লা চশমতুল্লাহ সাহেব ছিলেন তৎকালীন সময়ের হাসনাবাদ বিধানসভা কেন্দ্রের জাতীয় কংগ্রেসের বিধায়ক। এলাকায় তিনি বহু উন্নয়ন এবং সমাজসেবামূলক কাজ করেছিলেন। তিনি সম্প্রীতির ঊর্ধ্বে দাঁড়িয়ে মানব সেবার কাজ করেছেন যা অনন্যা নজির। তাই তার স্মৃতি বিজাড়িত এলাকা আমাদের রাজাপুর। তাই তার স্মৃতিতে আমরা হিন্দু মুসলিম ঐক্যবদ্ধ হয়ে এই ১৬ তারিখে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছি লোটাস ক্লাব এর পক্ষ থেকে। আমরা চাই তার স্মৃতি যেন প্রত্যেকটি মানুষের অন্তরে চিরস্মরণীয় হয়ে থাকুক।”
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct