সেখ রিয়াজুদ্দিন, বীরভূম, আপনজন: গত ১৬ নভেম্বর বৃহস্পতিবার সিউড়ি সদর হাসপাতালে প্রসব বেদনা নিয়ে ভর্তি হয় সাঁইথিয়া এলাকার মাঠপলসা গ্রামের গৃহবধূ কবিতা খাতুন। এরপর সিজার করে তার বাচ্চা প্রসব করানো হয়। নিয়মানুযায়ী হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে মা ও শিশু উভয়ের হাতে ২৩৩ নাম্বারের টোকেন বেঁধে দেওয়া হয়। সোমবার সেই নাম্বার দেওয়া টোকেন মা এর কাছে থেকে হারিয়ে যায়। যার ফলে হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশানুযায়ী উক্ত মা ও শিশুকে ছুটি দিতে নিষেধ করা হয়। অসহায় অবস্থায় তখন কবিতা খাতুনের স্বামী কারিবুল হোসেন সহ বাড়ির লোকজন “জেলা আইনি পরিষেবা কতৃপক্ষের পার্শ্ব আইনি সহায়ক মহম্মদ রফিক এর সঙ্গে যোগাযোগ করেন। খবর শোনা মাত্র তাদেরকে সঙ্গে নিয়ে স্থানীয় সিউড়ি থানায় একটা জেনারেল ডাইরি করা হয় এবং রিসিভ কপিটা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়। হাসপাতালের নিয়মানুযায়ী কর্তৃপক্ষ ২০০/- টাকা জমা নেয়। জিডি কপির নকল ও টাকা জমা দেওয়ার প্রাপ্তি স্বীকার পত্রটি প্রসূতি ওয়ার্ডে জমা দেওয়া হয়। তার ফলে এদিন বিকেল ৪.৩০ মিনিট নাগাদ মা ও শিশুকে ছুটি দিয়ে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা হয়। এর জন্য জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের পার্শ্ব আইনি সহায়ক মহম্মদ রফিক ধন্যবাদ জানায় প্রসূতির পরিবার।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct