আপনজন ডেস্ক: সমর্থকেরা আশার জাল বুনতে শুরু করেছিলেন। আবারও মাঠে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর লড়াই দেখার প্রত্যাশা শুরু হয়েছিল। দুই কিংবদন্তির এই মুখোমুখি হওয়াকে ‘লাস্ট ড্যান্স’ বলা হচ্ছিল। বার্তা সংস্থা এএফপি জানিয়েছিল, আগামী ফেব্রুয়ারিতে রিয়াদ সিজন কাপে মেসির মুখোমুখি হবেন রোনালদো। একই খবর দিয়েছিল ইউরোপের অনেক সংবাদমাধ্যমও। তবে মেসির ক্লাব ইন্টার মায়ামি এক বিবৃতিতে খবরটি নাকচ করে দিয়েছে। যুক্তরাষ্ট্রের ক্লাবটি জানিয়েছে, প্রাক্–মৌসুম সফরে এমন কোনো পরিকল্পনা নেই।বিবৃতিতে মায়ামি জানিয়েছে, ‘আজ (গতকাল) একটু আগে, একটি ঘোষণায় বলা হয়েছে ইন্টার মায়ামি রিয়াদ সিজন কাপে খেলবে, এটি সঠিক নয়। বিবৃতিতে দলের মালিক জর্জ মাসের কথাও বলা হয়েছে। মাস এ বিষয়ে ব্যক্তিগত কিংবা জনসন্মুখে প্রাক্–মৌসুম সফর–সম্পর্কিত কোনো মন্তব্য করেননি।’মায়ামি বিবৃতিতে আরও বলেছে, ‘প্রথম দিন থেকেই ইন্টার মায়ামি এক বৈশ্বিক ব্র্যান্ড হতে চেয়েছে। ২০২৪ প্রাক্–মৌসুমের সূচি কেমন হবে, সেটা নিয়ে এখনো আমরা আলোচনা করছি। আমরা ইন্টার মায়ামি প্রথম আন্তর্জাতিক সফরে খেলোয়াড়দের প্রদর্শনের জন্য উন্মুখ হয়েছি, যা আসছে সপ্তাহে ঘোষণা করা হবে।’
বার্তা সংস্থা এএফপি এর আগে জানিয়েছিল, রিয়াদ সিজন কাপে আল নাসর ও আল-হিলালের পাশাপাশি মেসির ক্লাব ইন্টার মায়ামিকেও আমন্ত্রণ জানানো হয়েছে। রাউন্ড রবিন লিগ পদ্ধতির এই টুর্নামেন্টের দিন-তারিখ তারা জানায়নি। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ এ নিয়ে লা লিগার দল আলমেরিয়ার মালিক এবং সৌদি আরবের জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটি (জিইএ) বিভাগের চেয়ারম্যান তুর্কি আল-শেখের সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ (সাবেক টুইটার) করা পোস্টের উদ্ধৃতি প্রকাশ করে। তুর্কি আল-শেখ এক্সে লিখেছেন, ‘রিয়াদ সিজন উৎসবের অংশ হিসেবে রিয়াদ সিজন কাপে অংশ নিতে সম্মত হয়েছে ইন্টার মায়ামি। এই টুর্নামেন্টে ইন্টার মায়ামির সঙ্গে সৌদি ক্লাব আল নাসর এবং আল হিলালও খেলবে। লিগ পদ্ধতিতে খেলাগুলো হবে এবং টুর্নামেন্টের দিন–তারিখ পরে জানানো হবে। এটি ২০২৪ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার কথা।’রিয়াদ সিজন কাপে আল নাসর ও আল-হিলালের পাশাপাশি মায়ামিকেও আমন্ত্রণ জানানোর খবর দিয়েছিল এএফপিছবি: এক্সইন্টার মায়ামি এর আগে প্রাক্–মৌসুমে চীন সফরের ঘোষণা দিলেও পরে তা বাতিল করা হয়। রোনালদো আল নাসরে যোগ দেওয়ার পর গত জানুয়ারিতে রিয়াদ অলস্টার একাদশের হয়ে পিএসজির মুখোমুখি হয়ে ৫-৪ গোলে হেরেছিলেন। পিএসজির হয়ে সে ম্যাচে মেসি, নেইমার ও কিলিয়ান এমবাপ্পে খেলেছিলেন। সেই ম্যাচে জোড়া করেছিলেন রোনালদো। গোল করেছিলেন মেসিও।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct