আপনজন ডেস্ক: বিশ্বকাপে ভারতের বিপক্ষে আনা সাবেক পাকিস্তান ক্রিকেটারদের ‘অদ্ভুত’ অভিযোগের কড়া জবাব দিয়েছেন মোহাম্মদ শামি। কেউ তাঁদের চেয়ে ভালো করুন, এমন চান না বলেই পাকিস্তানের সাবেক ওই ক্রিকেটাররা এমন মন্তব্য করে থাকেন বলেও মনে করেন এবারের বিশ্বকাপের সর্বোচ্চ উইকেটশিকারি। এসব শুনে হাসা ছাড়া আর কিছু করার থাকে না, এমন উল্লেখ করে শামি তাঁদের ‘ভালো হয়ে যাওয়ার’ পরামর্শও দিয়েছেন।বিশ্বকাপে ভারতের পেসাররা ছিলেন দুর্দান্ত। হার্দিক পান্ডিয়ার চোটে দলে আসা শামি প্রথম চারটি ম্যাচ না খেললেও পরের সাত ম্যাচে নেন ২৪ উইকেট। তবে পাকিস্তানের সাবেক ক্রিকেটার হাসান রাজা বিশ্বকাপের সময় অদ্ভুত এক অভিযোগ করে বসেন। তাঁর দাবি ছিল, ভারতীয় বোলারদের ভিন্ন একটি বল দেওয়া হচ্ছে। এ কারণেই তাঁরা বোলিংয়ে বাড়তি সুবিধা পাচ্ছেন।
বিশ্বকাপ চলার সময়ই নিজের ইনস্টাগ্রামে এর এক দফা জবাব দিয়েছিলেন শামি। ফাইনালের পর স্পোর্টসওয়্যার কোম্পানি পুমা ক্রিকেটকে দেওয়া এক সাক্ষাৎকারে শামি এর জবাবে বলেন, ‘আমি বিশ্বকাপের শুরুতে খেলিনি। যখন খেলেছি, ৫ উইকেট নিয়েছি, পরের ম্যাচে ৪টি নিয়েছি, এরপর আবার ৫টি নিয়েছি। কিছু পাকিস্তান খেলোয়াড়ের ব্যাপারটা হজম হচ্ছিল না, আমার কী করার আছে!’ এরপর তিনি বলেন, ‘আমার তো কখনো হিংসা হয় না। অন্যদের সাফল্যও যদি উপভোগ করতে পারেন, তাহলেই আপনি আরও ভালো খেলোয়াড় হতে পারবেন।’ শামির মতে, কয়েকজন পাকিস্তানি খেলোয়াড় মনে করেন তাঁদের চেয়ে কেউ ভালো হতে পারেন না। এ কারণেই তাঁরা অমন মন্তব্য করেন এবং সেগুলো বুমেরাং হয়ে যায়। তিনি বলেন, ‘তাদের মনে আছে, “আমরাই সেরা”। সেরা সে-ই হয়, যে প্রয়োজনের সময় পারফর্ম করে। কিন্তু আপনি বিতর্ক তৈরি করেই যাচ্ছেন—তারা (ভারতীয় বোলাররা) ভিন্ন রঙের বল পাচ্ছে, ভিন্ন কোম্পানির বল পাচ্ছে।’ তাঁদের প্রতি শামির বার্তা, ‘ভালো হয়ে যাও হে!’অবশ্য রাজার এমন মন্তব্যের সমালোচনা খোদ পাকিস্তানেই হয়েছে। কিংবদন্তি ওয়াসিম আকরাম যেমন রাজার অমন মন্তব্য উড়িয়ে দিয়ে কোনো ম্যাচে বল কীভাবে নির্বাচন করা হয়—সেটিও ব্যাখ্যা করেছিলেন। একসময় আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সে ওয়াসিমের অধীনে কাজ করা শামি তা দেখেছেনও। তিনি বলেন, ‘ওয়াসিম ভাই একটা সাক্ষাৎকারে এটিই ব্যাখ্যা করেছেন, কীভাবে একটা বল নির্বাচন করা হয়।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct