আমীরুল ইসলাম, বোলপুর, আপনজন: ঐতিহ্যবাহী পৌষ মেলা বেশ কিছু কারণ জনিত বন্ধ রেখেছিলেন প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। কিন্তু বিশ্বভারতীর উপাচার্যের পাঁচ বছর মেয়াদ শেষ। তাই এবার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ভারপ্রাপ্ত উপাচার্য সঞ্জয় কুমার মল্লিক দায়িত্বভার গ্রহণ করেছেন। ভারপ্রাপ্ত উপাচার্য প্রথম দিনেই সাংবাদিক সম্মেলন করে তার মতামত প্রকাশ করেছিলেন তাই সকলেই আশাবাদী যে এবারে বিশ্বভারতী মাঠেই পৌষ মেলা অনুষ্ঠিত হবে। এই পৌষ মেলাকে কেন্দ্র করে বহু মানুষ তাকিয়ে থাকেন তাদের রুজি রোজগারের জন্য। এমনকি বিদেশি পর্যটকরা আশায় থাকেন পৌষ মেলায় আসার জন্য। আজকে তাই বোলপুর ব্যবসায়ী সমিতি ও বাংলা সংস্কৃত মঞ্চের পক্ষ হইতে ডেপুটেশন দেওয়া হয় যাতে পৌষ মেলা বিশ্বভারতী প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। বিশ্বভারতী ভারপ্রাপ্ত উপাচার্য সঞ্জয় কুমার মল্লিকের সঙ্গে সৌজন্য মূলক সাক্ষাৎ করে আবেদন জানানো হয় যাতে ঐতিহ্যবাহিত পৌষ মেলা অনুষ্ঠিত হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct