সাদ্দাম হোসেন, জলপাইগুড়ি, আপনজন: পাগলা কুকুরের কামড়ে গুরুতর আহত এক শিশু সহ প্রায় ১২ জন। খুবলে খেলো শিশুর মুখ। আতঙ্ক ছড়ালো গোটা গ্রামে। খবর পেয়ে ঘটনাস্থলে আহত শিশুকে দেখতে গেলেন ধূপগুড়ির বিডিও সহ পঞ্চায়েত সমিতির সভাপতি।জানা গেছে, পাগলা কুকুরের কামড়ে আহত প্রায় ১২ জন।ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের অন্তর্গত বারোঘড়িয়া গ্রামপঞ্চায়েতের ওভার ব্রিজ সংলগ্ন ভেমটিয়া এলাকায়। গত দু’দিন থেকে একটি পাগল কুকুর একাধিক মানুষকে কামড়েছে। গুরুতর আহত হয়েছে ইয়াসমিন পারভিন নামে ৩ বছরের এক শিশু। শিশুর মুখ খুবলে নেয় পাগল কুকুরটি। ধূপগুড়ি গ্রামীণ হাসপাতাল থেকে শিশুটিকে প্রথমে জলপাইগুড়ি জেলা হাসপাতাল তারপর সেখান থেকে রেফার করা হয়েছে শিলিগুড়ি মেডিকেলে কলেজ ও হাসপাতালে। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন একটি পাগলা কুকুর গ্রামে ঢুকে পড়ে এবং এক এক করে প্রায় ১২ জনকে কামড়ে আহত করে।ঘটনার খবর চাউর হতেই আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। ঘটনার খবর পেয়ে ধূপগুড়ি ব্লকের বিডিও জয়ন্ত রায়, ধূপগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি অর্চনা সূত্রধর যান এবং আহত শিশুর পরিবারের সাথে কথা বলে চিকিৎসার সমস্ত ব্যবস্থার আশ্বাস দেন।আহত শিশুর পরিবারের সদস্য মতিজা বেওয়া বলেন, বাচ্চাটার মুখের মধ্যে কুকুরটা কামড়ে ধরেছিলো। সবাই মিলে কুকুর টাকে লাঠি দিয়ে পিটিয়ে ছাড়িয়েছি। সাথে সাথে ধূপগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা করার পর, আবার জলপাইগুড়ি রেফার করে। সেখান থেকে সার্জেন দেখানোর কথা বলে ছেড়ে দেয়। জলপাইগুড়িতে কোনো চিকিৎসা করেনি। বারোঘড়িয়া গ্রামপঞ্চায়েতের উপপ্রধান আবু তাহের বলেন, গ্রামে গত দু’দিন থেকে কুকুরটি ১০-১২ জন কে কামড়েছে। অনেক গবাদি পশুকেও কামড়েছে। একটা শিশুর মুখের মধ্যে মারাত্মকভাবে কামড়ে দেয়। তাকে কালকেই জলপাইগুড়ি নিয়ে যাওয়া হয়েছিল ধূপগুড়ি থেকে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয় । আজ ধূপগুড়ির বিডিও সাহেব পঞ্চায়েত সমিতির সভাপতি সহ সবাই বাড়িতে এসেছিলেন। শিশুটির সাথে কথা বলে এবং তার পরিবারের সাথে কথা বলে। বাচ্চা থেকে ভালো চিকিৎসার জন্য ব্যবস্থা করবে বলে বিডিও সব আশ্বাস দিয়েছেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct