আপনজন ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘পানৌটি’ বলে কটাক্ষ করার পর কংগ্রেস নেতা রাহুল গান্ধি বুধবার প্রধানমন্ত্রী মোদীকে পকেটমারের সাথে তুলনা করে বললেন, ‘তারা দলে দলে আসে’। রাজস্থানের ধোলপুর জেলার রাজাখেড়ায় এক জনসভায় বক্তব্য রাখছিলেন তিনি। নির্বাচনী জনসভায় রাহুল বলেন, ‘পকেটমাররা সবসময় তিনজনের দলে আসে। তিনি কখনো একা আসেন না। প্রথম ব্যক্তি অপ্রচলিত কিছু বলে আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করে। তারপরে দ্বিতীয় ব্যক্তি আসে, তার সহকর্মী, যিনি পকেটটি তুলে নেন এবং তৃতীয় ব্যক্তি ভুক্তভোগীর উপর নজর রাখেন। তিনি বিশেষত ভুক্তভোগীকে পর্যবেক্ষণ করেন যে তিনি প্রতিরোধ করছেন কিনা। যদি সে প্রতিরোধ করে, তবে তৃতীয় ব্যক্তি শিকারকে আক্রমণ করে এবং হুমকি দেয়। এভাবেই পকেটমাররা কাজ করে। যিনি মনোযোগ ঘুরিয়ে দিচ্ছেন তিনি হলেন নরেন্দ্র মোদী, যিনি পকেটমারি করছেন তিনি আদানি এবং যিনি হুমকি দিচ্ছেন তিনি হলেন অমিত শাহ।’রাহুল বারবার মোদিকে ব্যবসায়ী গৌতম আদানির জন্য কাজ করার এবং “দুটি হিন্দুস্তান” তৈরি করার অভিযোগ করেছেন, একটি আদানির জন্য এবং অন্যটি দরিদ্রদের জন্য। উল্লেখ্য, ২০১৯ সালের মার্চ মাসে মোদিকে নিয়ে মন্তব্য করার দায়ে রাহুলের সাংসদের পদ বাতিল হয়েছিল। অযোগ্য ঘোষণা করা হয় রাহুল গান্ধীকে। নির্বাচনী জনসভায় রাহুল প্রশ্ন করেছিলেন, “কেন সব চোরের সাধারণ উপাধি মোদী?
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct