আপনজন ডেস্ক: অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর জোনাথন মিকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আগামী বছরের জুন মাসে বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। মঙ্গলবার বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে প্রো-ভিসি জোনাথন মিকি এই ঘোষণা করেন এবংজানান, মমতা বন্দ্যোপাধ্যায় আমন্ত্রণ গ্রহণ করেছেন।মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা এবং অনুষ্ঠানের সঞ্চালক অমিত মিত্র মিকিকে মঞ্চে ডেকে এই ঘোষণা করেন। এ বিষয়ে মিকি বলেন, আমরা তাকে আমাদের বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছি এবং তার সংগ্রাম ও সাফল্য সম্পর্কে কথা বলেছি। আমরা তার জীবনের প্রতিফলন এবং বর্ণবাদ বিরোধী এবং সাম্প্রদায়িক সম্প্রীতির বিষয়ে তার চিন্তাভাবনা এবং নীতি দ্বারা অনুপ্রাণিত হয়েছি। আমাদের কলেজে একটি শক্তিশালী ভারতীয় ছাত্র উপস্থিতি আছে. আমরা চাই তিনি বর্ণবাদ বিরোধী এবং নারীর ক্ষমতায়নের দিকে মনোনিবেশ করুন। আমাদের শিক্ষার্থী ও শিক্ষকরা তার অভিজ্ঞতা ও ধারণা থেকে উপকৃত হতে পারবে।এই ঘোষণার আগে মুখ্যমন্ত্রী তার শৈশবের সংগ্রামের কথা বলেছিলেন। কারণ অল্প বয়সে তার বাবা মারা যাওয়ার পরে তার পড়াশোনা বাধাগ্রস্ত হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় মিকির উদ্দেশ্যে বলেন, আমি আপনাদের অনেকের মতো খুব ভালো ইংরেজি বলতে পারি না। তবে আমি বেশ কয়েকটি ভাষা অল্পস্বল্প জানি।অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র লক্ষ্মী গ্রুপের এমডি শিল্পপতি রুদ্র চ্যাটার্জি মুখ্যমন্ত্রীর সঙ্গে তার পরিচয় করিয়ে দেন। মিস্টার মিকি, একজন অর্থনীতিবিদ যিনি অক্সফোর্ডের কেলগ কলেজের সভাপতি এবং সেখানে ইনোভেশন ও নলেজ এক্সচেঞ্জের অধ্যাপক তিনি বলেন, আমরা সংক্ষিপ্ত আলাপ করেছি। আমি তাকে আমাদের বিশ্ববিদ্যালয়ে এসে বক্তৃতা দেওয়ার প্রস্তাব দিয়েছিলাম। আমরা সংক্ষিপ্ত কথোপকথন করেছি। আমি তাকে আমাদের বিশ্ববিদ্যালয়ে এসে বক্তৃতা দেওয়ার প্রস্তাব দিয়েছিলাম, তিনি রাজি হয়েছিলেন। তার পরে তার উপদেষ্টা আমাকে ঘোষণা করতে বলেছিলেন।উল্লেখ্য, ২০২০ সালের ২ ডিসেম্বর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অক্সফোর্ড ইউনিয়নে ভাষণের জন্য আমন্ত্রণ পেয়েছিলেন মমতা। কিন্তু শেষ মুহূর্তে তা বাতিল হয়। ২০১৭ সালেও তিনি আমন্ত্রণ পান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct