আপনজন ডেস্ক: জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলায় বুধবার নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে সংঘর্ষে দুই ক্যাপ্টেনসহ চার সেনা সদস্য নিহত ও আরও দুজন আহত হয়েছেন। সেখানে আটকা পড়া দুই সন্ত্রাসীকে নিষ্ক্রিয় করতে আরও সেনা মোতায়েনের পর ওই এলাকায় ভয়াবহ বন্দুকযুদ্ধ চলছিল। কর্মকর্তারা জানিয়েছেন, সংঘর্ষে দুই ক্যাপ্টেন, একজন হাবিলদার ও এক জওয়ান প্রাণ হারিয়েছেন। এনকাউন্টারে এক মেজর এবং আরও এক জওয়ান আহত হয়েছেন এবং আহতদের উধমপুরে সেনাবাহিনীর কমান্ড হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ধর্মমালের বাজিমাল এলাকায় তল্লাশি অভিযানের পর জম্মু ও কাশ্মীর পুলিশের সঙ্গে সন্ত্রাসবাদীদের সংঘর্ষ শুরু হয়। সেনাবাহিনীর হোয়াইট নাইট কর্পস এক পোস্টে জানিয়েছে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রবিবার রাজৌরির গুলাবগড় জঙ্গলের কালাকোট এলাকায় যৌথ অভিযান শুরু করা হয়। ২২ শে নভেম্বর যোগাযোগ স্থাপন করা হয়েছিল এবং তীব্র গোলাগুলি শুরু হয়েছিল। সন্ত্রাসীরা আহত হয়েছে এবং ঘিরে ফেলা হয়েছে এবং অভিযান চলছে, ভারতীয় সেনাবাহিনীর সর্বোচ্চ ঐতিহ্যে নারী ও শিশুদের ক্ষতি রোধকরার চেষ্টায় নিজের সাহসীদের বীরত্ব এবং আত্মত্যাগের মধ্যে। #Whiteknightcorps সর্বোচ্চ আত্মত্যাগকে স্যালুট জানাই। কর্মকর্তারা জানিয়েছেন, অতিরিক্ত সেনা মোতায়েনের মাধ্যমে অভিযান আরও জোরদার করা হয়েছে।স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, রবিবার থেকে ওই এলাকায় সন্ত্রাসবাদীদের খুঁজে বের করতে তল্লাশি অভিযান চলছে। এক গ্রামবাসী সংবাদ সংস্থাকে বলেছেন, অপারেশনের কারণে আমাদের বাড়িতে থাকতে বলা হয়েছিল এবং বাইরে বের না হতে বলা হয়েছিল। আমাদের ছেলেমেয়েরা বাড়িতেই থাকত এবং স্কুলে যেত না। তিনি বলেন, গ্রামের নিকটবর্তী বনাঞ্চলে গোলাগুলি চলছে।কর্মকর্তারা জানিয়েছেন, বাজিমালের এনকাউন্টার স্থলে আটকা পড়া দুই জঙ্গি বিদেশি নাগরিক বলে মনে হচ্ছে এবং রবিবার থেকে তারা ওই এলাকায় ঘুরে বেড়াচ্ছিল। এমনকি তারা একটি উপাসনালয়ে আশ্রয় নিয়েছে। গত ১৭ নভেম্বর বুধল এলাকার বেহরোতে আরেকটি বন্দুকযুদ্ধে এক সন্ত্রাসী নিহত হওয়ার পর রাজৌরিতে সর্বশেষ এনকাউন্টারের ঘটনা ঘটেছে। এর আগে গত ২০ এপ্রিল পুঞ্চের মেন্ধার এলাকায় এবং ৫ মে রাজৌরির কান্দি জঙ্গলে দুটি হামলায় ১০ জন জওয়ানের মৃত্যু হয়েছিল।কর্মকর্তারা জানিয়েছেন, চলতি বছরের জানুয়ারি থেকে রাজৌরি ও পুঞ্চ এবং নিকটবর্তী রিয়াসি জেলায় সন্ত্রাসবাদ জনিত ঘটনায় ৪৬ জনের মৃত্যু হয়েছে। রাজৌরিতে সাত জঙ্গি ও নয় জন নিরাপত্তা কর্মীসহ ২৩ জন এবং পুঞ্চ জেলায় ১৫ জন সন্ত্রাসী ও পাঁচ জন নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন। রিয়াসি জেলায় তিন সন্ত্রাসী নিহত হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct