নিজস্ব প্রতিবেদক, বালুরঘাট, আপনজন: ওরা নদীর জল ব্যবহার করে। কিন্তু নদীকে ক্ষতি করে নয়।নদীকে ভালো রেখে। ওরা মৎস্যজীবী। ওদের অধিকার নিয়েই সরব হয়ে বিশ্ব মৎস্যজীবী দিবস পালন করলো পরিবেশপ্রেমী সংস্থা দিশারী সংকল্প। মঙ্গলবার মৎস্যজীবী দের পাড়া আত্রেয়ী নদী পাড়ে হালদারপাড়ায় মৎস্যজীবী জগদীশ হালদার,রমন হালদার, নন্দ হালদার প্রমুখের সঙ্গে কথা বলে নদীর বর্তমান হালহকিকত জানলেন দিশারী সংকল্পের সদস্যরা। বিলুপ্ত মাছ পুনরুদ্ধার কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়। মৎস্যজীবী দের কথায় নদীতে জল নেই। কাজলী, পুঁইয়া, সুবর্ণখলকি, বাগাড়, কলাগাছি, মহাশোল এসব মাছ আগে ছিল। এখন আর নেই। নদীতে জল নাই। পূজার পর নদী এই অংশে আবর্জনা ভর্তি থাকে। জগদীশ হালদারের কথায় ‘ ফিরিয়ে দাও আমার নদী।ফিরিয়ে দাও আমাদের মাছ’। বিশ্ব মৎস্যজীবী দিবস উপলক্ষ্যে এদিন দিশারী সংকল্পের পক্ষে ছিলেন তুহিন শুভ্র মণ্ডল, মৎস্যজীবী পরিবারের সন্তান সুখেন হালদার। ঝন্টু হালদার হারিয়ে যাওয়া মাছের তালিকা তৈরি করছেন। সম্পাদক তুহিন শুভ্র মণ্ডলের কথায়, আজকের দিনে মৎস্যজীবী দের অধিকার প্রতিষ্ঠায় নতুন ভাবে উদ্যোগ নেওয়া হলো। হারিয়ে যাওয়া মাছ ফিরিয়ে আনতে আমরা সচেতনতা অভিযান করবো এবং মৎস্য দপ্তরের সঙ্গেও বৈঠকে বসবো।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct