আপনজন ডেস্ক: ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার প্রায় ২২ লাখ বাসিন্দার জরুরি ভিত্তিতে খাদ্য সহায়তার প্রয়োজন বলে জানিয়েছে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। মঙ্গলবার (২১ নভেম্বর) এক এক্স (টুইটার) বার্তায় ডব্লিউএফপি জানিয়েছে, চলমান যুদ্ধে গাজা উপত্যকার খাদ্যব্যবস্থা ভেঙে পড়ছে। এ সংকটাবস্থায় গাজায় জ্বালানি, গ্যাস ও যোগাযোগের মতো জরুরি পরিষেবাগুলোর সরবরাহ বাড়াতে হবে। এজন্য ডব্লিউএফপিসহ অন্যান্য সংস্থাগুলো সবসময় প্রস্তুত। গত ৭ অক্টোবর থেকে অবরুদ্ধ গাজায় নির্বিচারে বোমা হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। এছাড়াও গাজায় খাবার, পানি এবং জ্বালানি সরবরাহ পুরোপুরি বন্ধ করে দেয়ায় চরম সংকটে পড়েছে উপত্যকাটির বাসিন্দারা। এছাড়াও ইসরাইলি হামলায় গাজার যোগাযোগব্যবস্থাও ভেঙে পড়েছে। এতে পুরো গাজা কার্যত ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। এর আগে জাতিসংঘ থেকেও গাজায় যুদ্ধবিরতির জন্য আহ্বান জানানো হয়। তবে জাতিসংঘের সিদ্ধান্তের তোয়াক্কা না করেই উপত্যকাটিতে বর্বরতা চালিয়ে যাচ্ছে ইসরাইল। ফিলিস্তিনি সরকারের মিডিয়া অফিসের সবশেষ তথ্যানুসারে, অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরাইলের হামলায় নিহতের সংখ্যা ইতোমধ্যেই ১৩ হাজার ৩০০ জনে পৌঁছেছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct