আপনজন ডেস্ক: আফগানিস্তানে রাজনৈতিকভাবে সক্রিয় মহিলাদের নিশানা করে অনলাইন নিগ্রহ বেড়েছে। সেন্টার ফর ইনফর্মেশন রেসিলিয়েন্স পরিচালিত ‘আফগান উইটনেস’ প্রকল্প জানিয়েছে, ২০২১ সালের জুন-ডিসেম্বর থেকে ২০২২ সালের জুন-ডিসেম্বরের মধ্যে অনলাইনে সে দেশের মহিলা নিগ্রহমূলক পোস্ট তিনগুণ বেড়েছে। আফগান উইটনেসের বিশেষজ্ঞদল ট্যুইটার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করেছেন এবং তালিবান ক্ষমতায় আসার পর থেকে মহিলাদের ওপর অনলাইন নিগ্রহের প্রকৃতি বুঝতে ছয়জন আফগান নারীর বিস্তারিত সাক্ষাৎকার নিয়েছেন। সেখানে বলা হয়েছে, তদন্তকারী দল স্থানীয় আফগান ভাষা দারি ও পাশতোতে লেখা ‘৭৮ হাজারের বেশি পোস্ট’সংগ্রহ করেছে এবং বিশ্লেষণ করেছে যেগুলো ‘প্রায় ১০০ জন রাজনৈতিকভাবে সক্রিয় আফগান মহিলার অ্যাকাউন্টকে নিশানা করে’ পোস্ট করা হয়েছে। এই রিপোর্টের লেখক বলেছেন,'সাক্ষাৎকারগুলো ইঙ্গিত দিয়েছে অনলাইনে অপমানজনক পোস্টের বিস্তার মহিলাদের লক্ষ্যবস্তু বানাতে সাহায্য করেছে। সাক্ষাৎকারে আফগান নারীরা জানিয়েছেন, তারা পর্ণগ্রাফিক বিষয় সম্বলিত বার্তা পেয়েছেন। সেই সঙ্গে যৌন সহিংসতা ও মৃত্যুর হুমকিও দেওয়া হয়েছে।'
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct