আপনজন ডেস্ক: শ্যাম্পু করার কয়েক ঘণ্টা আগে হালকা গরম তেল দিয়ে অনেকে মাথায় মালিশ করেন। চুলের স্বাস্থ্য ভাল রাখার বহু পুরনো রীতি এটি। শীতে মাথায় খুশকি উপক্রম বেড়ে যায়। তা-ও নিয়ন্ত্রণ করতে পারে এই তেল। এই প্রজন্মের অনেকেই মাথায় তেল মাখতে চান না। রুক্ষ চুলের হাল ফেরাতে নামীদামি প্রসাধনী ব্যবহার করেন। তবে চিকিৎসকেরা বলছেন, শ্যাম্পু করার আগে সব সময় তেল মাখা ভাল। তবে তার জন্য সারারাত মাতায় তেল মেখে থাকার প্রয়োজন নেই। যাঁদের মাথার ত্বক এবং চুল শুষ্ক, তাঁরা শ্যাম্পু করার কয়েক ঘণ্টা আগে মাথায় তেল মেখে রাখুন। উপকার পাবেন। চুলের উপর সুরক্ষার আস্তরণ তৈরি করে তেল। তাই শ্যাম্পু করার পরেও চুল রুক্ষ হয়ে যায় না। চুলের কিউটিকলগুলি নরম রাখতে সাহায্য করে তেল। রুক্ষ ভাব দূর করে। কন্ডিশনার, সিরাম ব্যবহার না করতে না চাইলে তেল মাখা যেতেই পারে। ভাল চুলের মূল বিষয় হল স্বাস্থ্যকর মাথার ত্বক। মাথায় রক্ত সঞ্চালন ভাল না হলে চুল কোনও ভাবেই পুষ্টি পাবে না। মাথায় ত্বকে কোনও রকম সংক্রমণ হলে, তা-ও রুখে দিতে পারে তেল। শুধু তেল মেখেই যদি চুল ঝলমল করে ওঠে, তা হলে খরচ করে রাসায়নিক দেওয়া প্রসাধনী ব্যবহার করবেন কেন? চুলের স্বাভাবিক উজ্জ্বলতা বজায় রাখতেও তেল মাখা জরুরি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct