রাজু আনসারী, অরঙ্গাবাদ, আপনজন: নির্মাণের মাত্র এক মাসের মাথায় ভেঙে পড়ল ড্রেন। তাই নিম্নমানের সামগ্রী দিয়ে ড্রেন তৈরির অভিযোগ উঠেছে। রাস্তা দিয়ে যাওয়ার সময় সেই ড্রেন ভেঙে ভয়াবহ দুর্ঘটনার কবলে বালি বোঝাই ট্রাক্টর ও একটি হরেক রকম মাল বহনকারী ভ্যান। কোনো রকমে প্রাণে বেঁচেছেন ভ্যানের চালক। মঙ্গলবার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় মুর্শিদাবাদের ফারাক্কা থানা এলাকার নয়নসুখ গ্রাম পঞ্চায়েতের রামরামপুর গ্রামে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফারাক্কা থানার পুলিশ। টানা প্রায় চার ঘণ্টা অবরুদ্ধ থাকার পর জেসিবি নিয়ে এসে ট্রাক্টর উদ্ধার করে যাতায়াতের রাস্তা স্বাভাবিক করা হয়। স্থানীয় বাসিন্দাদের দাবি, মাত্র এক মাস হয়েছে ড্রেন নির্মাণের কাজ। প্রায় ৫০ লক্ষ টাকা ব্যয় করে ফারাক্কার রামরামপুর গ্রামের গঙ্গা ঘাট থেকে কালভার্ট পর্যন্ত ৭০০ মিটার এলাকা জুড়ে ড্রেন নির্মাণ করা হয়। অভিযোগ, একেবারেই নিম্নমানের সামগ্রী দিয়ে করা হয়েছে সেই ড্রেন। রাস্তার উপরে ড্রেন নির্মাণ করা হলেও সেই ড্রেনের ঢাকনা তে কোনরকম রড দেওয়া হয়নি। সিমেন্ট থেকে শুরু করে পাথর সবই একেবারেই নিম্নমানের। এক প্রকার ডাস্ট দিয়েই করা হয়েছে ড্রেনের কাজ। ড্রেনের কাজে ছাই ব্যবহার করা হয়েছে। এলাকার সাধারন মানুষ এই নিম্নমানের কাজে বাঁধা দিলে মাস্তান দিয়ে হুমকি দেওয়া হচ্ছে বলেও দাবি করেছেন গ্রামবাসীরা। বিপুল টাকা বরাদ্দ করা হলেও কাজে দুর্নীতি হওয়ায় যখন তখন ভেঙে পড়ছে ড্রেনের ঢাকনা। ঘটছে দুর্ঘটনা। ড্রেনে পড়ে যাচ্ছেন শিশুরা। মঙ্গলবার ফের এমন ঘটনা ঘটায় রীতিমতো ক্ষুব্ধ হয়ে উঠেন সাধারন মানুষ। অবিলম্বে বরাদ্দ হওয়া টাকা সঠিকভাবে খরচ করে ড্রেন নির্মাণের দাবিতে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা। বিষয়টি নিয়ে স্থানীয় নয়নসুখ গ্রাম পঞ্চায়েতের প্রধান জাসমিনারা খাতুন জানান, কাজটি পঞ্চায়েতের নয়, জেলা পরিষদের তত্বাবধানে। গ্রামবাসীদের অভিযোগ গুরুত্ব সহকারে খতিয়ে দেখে উপর মহলকে জানানো হবে। পুরো বিষয়টি তদন্ত করে দেখার আশ্বাস দিয়েছেন তিনি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct