অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বাচ্চাদের নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ তুলে সিডিপিওকে ঘিরে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের নীলডাঙ্গা ৩৪৭ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে।অভিভাবক ও গ্রামবাসীদের অভিযোগ, এই অঙ্গনওয়ারী কেন্দ্রে বাচ্চাদের নিম্নমানের খাবার দেওয়া হয়, বাসি সবজি বাচ্চাদের খাবারে ব্যবহার করা হয় বলে অভিযোগ অভিভাবকদের। পাশাপাশি বেশিরভাগ দিনই অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ থাকে বলে অভিযোগ অভিভাবকদের। যা নিয়ে গ্রামের রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে অভিভাবক ও গ্রামবাসীরা। ঘটনার খবর পেয়ে গঙ্গারামপুরের সিডিপিও ঘটনাস্থলে পৌঁছলে সিডিপিওকে কেন্দ্র করে বিক্ষোভ দেখাতে থাকে অভিভাবক ও গ্রামবাসীরা। গ্রামবাসীদের দাবি, এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বাচ্চাদের জন্য ভালো খাবার পরিষেবা দিতে হবে। নিয়ম মত অঙ্গনওয়াড়ি কেন্দ্র খোলা রাখতে হবে।এরপরে সুসংহত শিশু বিকাশ প্রকল্পের ব্লকের আধিকারিক পুরো বিষয় খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয় এলাকায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct