নিজস্ব প্রতিবেদক, আমডাঙা, আপনজন: উত্তর ২৪ পরগণার আমডাঙ্গা রাহানায় চক্রবর্তী পরিবারের উদ্যোগে জগদ্ধাত্রী পুজো উপলক্ষ্য আমন্ত্রণে উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগণা জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ এ কে এম ফরহাদ, আমডাঙার বিধায়ক রফিকুর রহমান, পঞ্চায়েত সমিতির সভাপতি আনিসুর রহমান, জেলা পরিষদের সদস্য সুচিতা পাত্র, শিক্ষক নেতা নুরুল হক, শিক্ষক মোঃ কালিমুল্লাহ,সিরাতের রাজ্য সম্পাদক আবু সিদ্দিক খান, নান্টু চক্রবর্তী,পিন্টু চক্রবর্তী, সন্তু চক্রবর্তী, শঙ্কর চক্রবর্তী প্রমুখ। প্রমুখ। এ কেএম ফরহাদ সাহেব বলেন, আমরা এই পৃথিবীতে ক্ষণিকের অতিথি, সকলের সাথে শান্তি, সৌহার্দ্য, ভাতৃত্ববোধ বজায় রেখে চলতে পারি সেই পরিস্থিতি তৈরি হোক সর্বক্ষেত্রে। সমস্ত উৎসব আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আজ আমি এই প্রোগ্রামে উপস্থিত হয়েছি। আমাদের সবার কাছে সবার উপরে মানুষ সত্য। আজ এই ব্রতী হোক আমরা কাঁধে কাঁধ মিলিয়ে দেশ এবং দেশের উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যাব মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আদর্শকে পাথেয় করে। সর্বদা আমরা সম্প্রীতির মিলবন্ধনে দিন কাটাবো এই হল আমাদের অঙ্গীকার।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct